E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৮ বছর পর আ. লীগের সম্মেলন, লক্ষ্মীপুরে উৎসবের আমেজ

২০২২ নভেম্বর ১৯ ১৪:৫০:৩২
৮ বছর পর আ. লীগের সম্মেলন, লক্ষ্মীপুরে উৎসবের আমেজ

শিমুল সাহা, লক্ষ্মীপুর : দীর্ঘ ৮ বছর পর লক্ষ্মীপুর  জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হচ্ছে। ক্ষমতাসীন দলটির নেতৃত্ব নির্বাচনের এই আয়োজন ঘিরে সরগরম হয়ে উঠেছে জেলার রাজনৈতিক অঙ্গন। শহরের রাস্তাঘাট সাজানো হয়েছে বর্ণিল তোরণে।

জানা যায়, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৫ সালের ৩ মার্চ।ওই সময়ে গোলাম ফারুক পিংকুকে সভাপতি ও অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ আট বছর পর এ সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ নভেম্বর। জেলা স্টেডিয়াম মাঠে এ সম্মেলনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

প্রায় লক্ষাধিক লোকের সমাগম ঘটানোর টার্গেট নিয়ে সম্মেলনকে সফল করতে ৭টি উপ-কমিটি গঠন করা হয়েছে। মাঠের পূর্ব পাশে মঞ্চ তৈরির কাজও অনেকটা শেষ পর্যায়ে। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সড়কে সড়কে নির্মাণ করা হয়েছে শতাধিক তোড়ন। বর্ধিত সভা ও তৃণমূল প্রস্তুতি সভাসহ বর্ণাঢ্য আয়োজনের কর্মযজ্ঞে আর তদবির লবিংয়ে এখন ব্যস্ত রয়েছে সবাই। শীর্ষ দুই পদ (সভাপতি ও সম্পাদক) নিয়ে চলছে টানাটানি। প্রার্থী হয়েছেন অন্তত এক ডজন নেতা। তাদের মধ্যে সভাপতি পদে আলোচনায় রয়েছেন বর্তমান সভাপতি গোলাম ফারুক পিংকু। জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম আলাউদ্দিন,
জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহিম। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা পাটওয়ারী, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক মিলন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ,কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য প্রকৌশলী খোকন পাল এর নাম শোনা যাচ্ছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সম্মেলন এ যাবৎকালের সেরা ও সুন্দর একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নেতা-কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দলের প্রয়োজনে শীর্ষ পদে যাকেই পদায়িত করা হবে সকল প্রার্থী তা মেনে নিবে বলে জানান তিনি। সম্মেলনে তৃণমূলের নেতাদের মধ্যে থেকে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে।

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, সম্মেলনে উদ্বোধক হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। বিশেষ অতিথি থাকবেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম, মাহবুবউল আলম হানিফ এমপি, বিশেষ বক্তা থাকবেন শাহজাহান কামাল এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, হারুনুর রশীদ, বেগম ফরিদুন্নাহার লাইলী, সুজিত রায় নন্দী, নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, আনোয়ার হোসেন খান এমপি। সম্মেলনকে সফল করতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জেলা আওয়ামীলীগের একাধিক নেতার দাবী, স্মরণকালের সবচেয়ে সফল সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগ আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হবে বলেও দাবি তাদের।

(এসএস/এএস/নভেম্বর ১৯, ২০২২)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test