E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ চেম্বার ভবনে মুজিব কর্ণারের উদ্বোধন

২০২২ নভেম্বর ১৯ ১৭:৪৪:৩২
নওগাঁ চেম্বার ভবনে মুজিব কর্ণারের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি : দেশের মধ্যে জেলা পর্যায়ে এই প্রথম নওগাঁ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি ভবনে মুজিব কর্ণারের উদ্বোধন করা হলো। 

আজ শনিবার চেম্বার ভবনের তৃতীয় তলায় প্রধান অতিথি হিসেবে মুজিব কর্ণারের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

নওগাঁ চেম্বারের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম, নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের এমপি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল, এফবিসিসিআই-এর সহ-সভাপতি আমির হেলালী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইব্রাহীম, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, এফবিসিসিআই-এর অন্যান্য পরিচালক, চেম্বারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় প্রধান অতিথি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সমাজের সকল স্থানে পৌছে দেয়ার লক্ষ্যে আজ এই সুসজ্জিত মুজিব কর্ণারের উদ্বোধন করা হলো। যারা এই মুজিব কর্ণার একবারের জন্য হলেও দর্শন করবেন তাদের মনে অবশ্যই মুজিবের আদর্শের কিছুটা হলেও পরশ লাগবে। তাই দেশের এই উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে অবশ্যই মুজিব আদর্শে নিজেদেরকে এবং আগামী প্রজন্মকে গড়ে তোলার কোন বিকল্প নেই।

(বিএস/এসপি/নভেম্বর ১৯, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test