E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হরিণাকুণ্ডুতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

২০২২ নভেম্বর ২১ ১৪:৫৭:২২
হরিণাকুণ্ডুতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫জন আহত হয়েছে। সােমবার ভােরে উপজেলার তৈলটুপি গ্রামে এই সংঘর্ষ হয়। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মােতায়েন করা হয়েছে।

আহতরা হলেন, ওই গ্রামের মতিয়ার রহমান, ইসলাম উদ্দিন, ডিটু, দেলােয়ার হােসন, হৃদয়, শরিফুল ইসলাম, আলমগীর হােসেন, ইয়াকুব হাসন মেম্বর, খবির উদ্দিন, আহার আলী, ফজলুর রহমান, মজিদ, মােক্তার আলী, শাহিন, মােয়াজ্জেম হােসেন ও সােহেল। এদের মধ্যে শরিফুল ইসলাম, মতিয়ার রহমান, দেলােয়ার হােসন ও হৃদয় আহম্মদের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামে ভায়না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াকুব হােসন মণ্ডল ও আওয়ামী লীগ নেতা আলাল হােসেন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ চলে আসছিল। ইয়াকুব হােসেন মারা যাওয়ার পর তাঁর ছেলে রিপন এবং ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাজমুল হুদা তুষার গ্রুপটির নেতৃত্ব দিচ্ছেন। মাঝে মাঝেই তুচ্ছ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। গত ২০ নভেম্বর স্থানীয় সংসদ সদস্য'র আগমনকে কেন্দ্র করে ১৯ নভেম্বর মঞ্চ তৈরি এবং এমপির কম্বল বিতরণের তালিকা তৈরি করা নিয়ে তাঁদর মধ্যে বিবাদ হয়। এরই জের ধরে সােমবার ভােরে দুই পক্ষ দা, ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা ইটপাটকলও নিক্ষেপ করে।

উপজেলা কৃষক লীগর সাবেক সাধারণ সম্পাদক আলাল উদ্দিন দাবি করেন, ভােরে তার লােকজন গ্রামের মাঠে পানের বরজে গেলে প্রতিপক্ষরা তাদেরকে বাধা দেয় ও মারধর করে। এ সময় লােকজন তাদেরকে উদ্ধার করতে গেলে ধারালাে অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। তিনি অভিযাগ করে বলেন, বর্তমান চেয়ারম্যান রাতে পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার ইবি থানার বিভিন্ন এলাকা থেকে লােক এনে অতর্কিত তাদের ওপর হামলা করে। এ ঘটনায় আহতরা সবাই তাঁর পক্ষের লােক। ঘটনার পর তাদের কয়েকজনের বাড়িঘর ভাঙচুর, ফসলের ক্ষেত নষ্ট ও লুটপাটের দাবিও করেন তিনি।

তবে এই অভিযাগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার জানান, বিনা কারণে প্রায়ই আলাল উদ্দিন লােকজন নিয়ে তাদের লােকজনের ওপর চড়াও হয়। ঘটনার দিনও প্রতিপক্ষরা তার লােকজনর ওপর আক্রমণ করে। এতে সংঘর্ষ বাধে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মােতায়েন করা হয়েছে।

(একে/এএস/নভেম্বর ২১, ২০২২)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test