E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দ্বিতীয় দিনেও বাঘাবাড়ি নৌ-বন্দরে কর্মবিরতি অব্যাহত

২০২২ নভেম্বর ২৮ ১৪:২৭:১২
দ্বিতীয় দিনেও বাঘাবাড়ি নৌ-বন্দরে কর্মবিরতি অব্যাহত

সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের অন্যান্য নৌ-বন্দরের সাথে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌ-বন্দরে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন অব্যাহত রয়েছে।

সোমবার কর্মবিরতির দ্বিতীয় দিনেও বাঘাবাড়ি নৌ-বন্দরের মাধ্যমে পন্য পরিবহন বন্ধ রয়েছে।

১০ দফা দাবিতে দেশের সকল নৌ-বন্দরে নৌযান শ্রমিকদের ডাকা এই কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে উত্তরাঞ্চলের একমাত্র নৌবন্দর সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ির ঘাট। পন্যবাহি নতুন কোন জাহাজ বন্দরে আসেনি, কোন জাহাজ ছেড়েও যায়নি বন্দর থেকে। ফলে এই নদীবন্দরের মাধ্যমে জ্বালানি তেলসহ সকল পন্য পরিবহন বন্ধ রয়েছে।

উল্লেখ্য, নৌযান শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, কর্মস্থলে ও দুর্ঘটনায় মৃত্যুজনিত কারণে ১০ লাখ টাকা ক্ষতিপূরণসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপি কর্মবিরতি আহ্বান করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত নৌযান শ্রমিকদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে।

(এসআইএস/এএস/নভেম্বর ২৮, ২০২২)

পাঠকের মতামত:

১১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test