E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় পণ্য বিপনন মনিটরিং কমিটির সাথে ব্যবসায়ীদের মতবিনিময়

২০২২ নভেম্বর ৩০ ১৬:৪১:৫১
কাপাসিয়ায় পণ্য বিপনন মনিটরিং কমিটির সাথে ব্যবসায়ীদের মতবিনিময়

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন পন্য বিপনন মনিটরিং কমিটি আজ বুধবার কাপাসিয়া উপজেলা হল রুমে স্থানীয়  ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় সরকারী বেসরকারীকর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রেসক্লাবের কর্মকর্তা,ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদএর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সদস্য (বানিজ্যনীতি) শাহ মোহাম্মদ আবু রায়হান আল-রেরুনী।

অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোসা. রওশন আরা, উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা মো. নাজমুল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন বসাক, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোসা. দিলারা বেগম, কাপাসিয়া থানার ওসি (তদন্ত) মো. আবুল কাসেম, টোক ইউপি চেয়ারম্যন এম এ জলিল, তরগাও ইউপি চেয়ারম্যান আইবুর রহমান সিকাদার, বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রশিদ মোল্লা, কাপাসিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মইনুল হক মিলন, সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন প্রধান, কোষাধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম রিপন, বিশিষ্ঠ ব্যবসায়ী , আশরাফ হোসেন,ব্রজ গোপাল বনিক, প্রদুল চন্দ্র বর্ধন, নির্মল বনিক, গোলাম জিলানী, কবির হোসেন প্রমুখ।

(এসকেডি/এসপি/নভেম্বর ৩০, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test