E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহার সীমান্তে ভারতে প্রবেশকালে চোরাকারবারী আটক

২০২২ নভেম্বর ৩০ ১৬:৪৯:১৬
সাপাহার সীমান্তে ভারতে প্রবেশকালে চোরাকারবারী আটক

নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার দিনগত রাতে নওগাঁর সাপাহারে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যরা এক চোরাকারবারীকে আটক করে স্থানীয় সাপাহার থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করেছে। অবৈধ অনুপ্রবেশকারী চোরাকারবারী সাপাহার উপজেলার দক্ষিন পাতাড়ী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে আ: নুর (৪২) বলে জানা গেছে। আজ বুধবার সকালে তাকে নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজিবি কর্তৃক থানায় দায়েরকৃত এজহার সূত্রে জানা গেছে, সোর্স মারফত উপজেলার বামনপাড়া বিজিবি কোম্পানীর সদস্যরা জানতে পারে, সন্ধ্যায় ওই চোরাকারবারী আ: নুর অবৈধভাবে বাংলাদেশ অভ্যন্তরের বামনপাড়া গ্রামের সীমান্ত পিলার ২৪৫ এর ৩এস হতে প্রায় ৩শ’ গজ দুরে জিআর নং-৪৬৫৮৮২, ম্যাপশীট ৭৮/সি/৮ এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে। সংবাদ পেয়ে নওগাঁ ব্যাটালিয়ান (১৬ বিজিবি) সাপাহার উপজেলার বামন পাড়া কোম্পানী সদরের বিজিবি সদ্যরা এক অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘটনা স্থলে গিয়ে তারা ওই ব্যক্তিকে একটি পুরানো বেনকো মোবাইল সেট, ভারতীয় একটি এয়ারটেল সিম ও বাংলাদেশী একটি সিম সহ তাকে আটক করে। পরে তারা রাত সাড়ে ৮টার দিকে সাপাহার থানায় উপস্থিত হয়ে তাকে থানায় সোপর্দ করে এবং একটি মামলা দায়ের করে।

এ বিষয়ে সাপাহার থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, আসামী বৈধ পাশপোর্ট ও ভ্রমণ দলিল ব্যতিত বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করায় তার বিরুদ্ধে বাংলাদেশ পাশপোর্ট আদেশ ১৯৭৩ এর ১১(১) (ক) ধারায় মামলা দায়ের হয়েছে এবং বুধবার সকালে আসামীকে নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে।

(বিএস/এসপি/নভেম্বর ৩০, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test