E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রূপপুর পারমাণবিক প্রকল্পে রাশিয়ান তরুণের মৃত্যু

২০২২ ডিসেম্বর ০১ ১৪:০৮:০০
রূপপুর পারমাণবিক প্রকল্পে রাশিয়ান তরুণের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ান তরুণ কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ‘এনার্গোস্পেটসমতাঝ’ এ কর্মরত এই রাশিয়ান তরুণের নাম সের্গেই প্লেশাকত (৩২)। প্রকল্পের আবাসন গ্রীণসিটির ১৬ নম্বর ভবনের ১১ তলায় ১১৫ নম্বর কক্ষে তিনি বসবাস করতেন। বুধবার বিকেলের দিকে এই বিদেশীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করছে, আর হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা যেতে পারেন বলে প্রকল্পের উর্দ্ধতন কর্মকর্তা অভিমত ব্যক্ত করেছেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, মঙ্গলবার থেকেই এই বিদেশীর শরীর খারাপ লাগছিল বলে প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছি। বুধবার দুপুর আড়াইটার দিকে অবস্থার অবনতি হলে প্রকল্পের চিকিৎসক ইঞ্জেকশন ও স্যালাইন দিয়ে তাকে পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখানে বিকেল ৪টার দিকে তার মৃত্যু নিশ্চিত করে। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। ময়না তদন্তের জন্য মরদেহ পাবনায় রয়েছে বলে জানান তিনি।

প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, দুপুরের দিকে গ্রীণসিটির ১১৫ নম্বর কক্ষে প্লেশাকত অচেতন ছিলো। তাকে পাবনায় হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হার্ট ফেইলর হয়ে মৃত্যু ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।

(এসকেকে/এএস/ডিসেম্বর ০১, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test