E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় বঙ্গতাজের স্মরণে সাংস্কৃতিক উৎসব 

২০২২ ডিসেম্বর ০১ ১৫:৫৫:৩৬
কাপাসিয়ায় বঙ্গতাজের স্মরণে সাংস্কৃতিক উৎসব 

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : স্বাধীন বাংলার প্রথম প্রধানমন্ত্রী শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ স্মরণে গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও কাপাসিয়া উপজেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় শহীদ তাজউদ্দিন আহমেদ সাংস্কৃতিক উৎসব ২০২২ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি আনিসুর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খাঁন, উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল হুসাইন।

এ-সময় বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি বলেন, নতুন মানসিকতা ছাড়া দেশের উন্নয়ন করা সম্ভব নয়। নিজের কর্তব্য নিজে পালন করলেই জাতীয় কর্তব্য পালন হবে। এসময় জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্বা জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তাগন, ছাত্র-ছাত্রীবৃন্দ, শিক্ষকবৃন্দসহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

(এসকেডি/এসপি/ডিসেম্বর ০১, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test