E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা মেডিকেল কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ ডা: রুহুল কুদ্দুস’র বিচার দাবিতে মানববন্ধন

২০২২ ডিসেম্বর ০৪ ১৬:১৮:১৪
সাতক্ষীরা মেডিকেল কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ ডা: রুহুল কুদ্দুস’র বিচার দাবিতে মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : “দুর্নীতি মুক্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা মেডিকেল কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ ডা: রুহুল কুদ্দুস এর বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা সচেতন নাগরিক সমাজের আয়োজনে আজ রবিবার দুপুর ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাবেক ছাত্র লীগনেতা শেখ মারুফ হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক আমিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলী সুমন।

এসময় আরও বক্তব্য রাখেন, কমরেড আদিত্য মল্লিক, জেলা ভ’মিহীন সমিতির সভাপতি কওছার আলী, নদী বণ ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংবাদিক মেহেদী আলী সুজয় প্রমুখ।

বক্তারা এসময় দুর্নীতিবাজ অধ্যক্ষ ডা: রুহুল কুদ্দুসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে মেডিকেল কলেজের নিয়োগকৃত ২২ জন সেবা কর্মী থেকে ৬ জন নিরাপদ করোনা যোদ্ধাকে চাকরিচুত করেন। নিয়োগ জালিয়াতি, হাইকোর্টেও আদেশ অমান্য,অবৈধভাবে ২৯ জন কর্মচারীর বেতন বিল পাশ করানো, ২২জন সেবা কর্মীর প্রতি মাসে ৪১৩০ টাকা কেটে নেওয়া, ওএসডি হলেন ডা. শেখ কুদরত ই খুদা, ৪র্থ শ্রেণির কর্মচারী ব্যবহার করে চিকিৎকদের কোয়ার্টার ইত্যাদি। এ ছাড়া সদ্য এলপিআর এ যাওয়া ডাঃ কামরুজ্জামান এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

(আরকে/এসপি/ডিসেম্বর ০৪, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test