E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেষ হল পুরাপাড়া বঙ্গবন্ধু গ্রন্থগারের পাঠক সংগ্রহ সপ্তাহ

২০২২ ডিসেম্বর ০৫ ১৫:৫৭:০৭
শেষ হল পুরাপাড়া বঙ্গবন্ধু গ্রন্থগারের পাঠক সংগ্রহ সপ্তাহ

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুর নগরকান্দায় সম্প্রতি শেষ হল ‘পুরাপাড়া বঙ্গবন্ধু গ্রন্থগারের উদ্যোগে’ এবং ‘পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব’এর সহযোগিতায় “পাঠক সংগ্রহ সপ্তাহ”। পুরাপাড়া ইউনিয়নের আটটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রম পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থগার এবং পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব’ এর সদস্যবৃন্দ পরিচালনা করেন। বেতাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হত‌ে শুরু হয়ে সপ্তাহাধিক এ কার্যক্রম শেষ হয় বাগাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে। পুরাপাড়া ইউনিয়নের বেতাল, ব্রাহ্মনডাঙ্গা, দফা, মে‌হের‌দিয়া, বড় কাজুলী,পুরাপাড়া, গোয়ালদী, দুলালী এবং বাগাট সরকার‌ি প্রাথম‌িক স্কুলে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে, প্রথমে একটি নির্দিষ্ট  সময়ের জন্য স্কুলের ছাত্র ছাত্রীদের শিশুতোষ বই পড়তে দেয়া হয়। পড়া শেষে নির্ধারিত সময়ের মধ্যে তাদেরকে ঐ বইয়ের রিভিউ লিখতে দেয়া হয়।

সব শেষে সেরা দশজনকে শিশুতোষ বই উপহার দেয়া হয়। একই ভাবে পুরাপাড়া ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সকলে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে এ কার্যক্রম পরিচালনা করে। তারা এ কার্যক্রম পুরাপাড়া ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয়েও পরিচালনা করতে আগ্রহী। কিন্তু এর জন্য উক্ত লাইব্রেরীর রয়েছে কিশোরদের পাঠের উপযোগী বইয়ের শঙ্কট। এ বিষয়ে কোন দাতব্য প্রতিষ্ঠান বা ব্যাক্তির সহযোগিতা প্রত্যাশা করছে সংগঠনটি। পাঠক সংগ্রহ কার্যক্রমের পাশাপাশি পু’রাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব’এর উদ্যোগে একই সাথে স্বাস্থ্য সচেতনতা দিবস পালন করা হয় । সংগঠনের সদস্য বৃন্দ প্রতিটি স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে স্যানিটেশন সম্পর্কে সচেতনতা মূলক প্রচারণা চালায় এবং হাত ধোয়া কার্যক্রম পরিচালনা করে। এ কার্যক্রমের অংশ হিসেবে সকল বিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র ছাত্রীদের কে ম্যাজিক হ্যান্ডওয়াশ ও রঙিন কলম উপহার দেয়া হয়।

উল্লেখ্য, “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব “ মূলত পুরাপাড়া ইউনিয়নের শিক্ষিত তরণদের নিয়ে গড়া সংগঠন। মানবিকসমাজ নির্মাণের লক্ষে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এই অংশ হিসেবে ইতোমধ্যেই পুরাপাড়া বাজারে “পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার” নামে একটি পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠা করেছে।

“পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” করোনাকালীন সময়ে ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ এবং ব্যাপক জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকার মানুষের কাছে বিপুল প্রশংসা এবং গ্রহণযোগ্যতা অর্জন করেন। এর ধারাবাহিকতায় এ সংগঠন পরিবেশ রক্ষায় ১০ হাজার তাল গাছ রোপণের কর্মসূচি গ্রহণ করে। সংগঠন স্থানীয় ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ের মাধ্যমে মেধা বৃত্তি প্রদান করে। সংগঠনটি নিয়মিতভাবে মেডিক্যাল ক্যাম্প পরিচালনার মাধ্যমে এলাকার বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে।

এ সংগঠনটির সভাপতি মো:ওসমান মোল‌্যা এবং সাধারন সম্পাদক মো: গ‌িয়াস উদ্দীন জানান, পুরাপাড়‌া ইউন‌িয়ন‌ের শ‌িক্ষা, সংস্কৃত‌ির উন্নয়ন করার মাধ‌্যম‌ে সন্ত্রাস ও মাদক মুক্ত মানবিক সমাজ বিনির্মাণে তাদের এ কার্যক্রম চলমান থাকবে। এলাকার বিত্তবান মানুষের আর্থিক সহযোগিতা পেলে এ সংগঠনটির কার্যক্রমে আরো গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

(পিবি/এএস/ডিসেম্বর ০৫, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test