E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেনীতে ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ

২০১৪ অক্টোবর ১৬ ১৬:৫৬:১৪
ফেনীতে ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ

ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়া উপজেলায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাই পথে আনা ভারতীয় শাড়ি ও থ্রিপিসবাহী একটি পিকআপ ভ্যান ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে উপজেলার মুহুরী গঞ্জ এলাকা অতিক্রম করছিল। খবর পেয়ে বিজিবির একটি দল ওই পিকআপ ভ্যানটির পিছু নেয়। পরে ছাগলনাইয়ার সীমান্তবর্তী বারৈয়ারহাট এলাকায় গিয়ে পিকআপ ভ্যান রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়।

পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ৮২৫ পিস শাড়ি ও ১০৫ পিস থ্রিপিস উদ্ধার করে বিজিবি। এসব শাড়ি ও থ্রিপিসের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। ফেনীর জয়লস্কর-৪ বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক শামীম ইফতেখার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ওএস/এএস/অক্টোবর ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test