E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় আওয়ামীলীগ নেতার স্ত্রী গ্রেফতার

২০২২ ডিসেম্বর ০৬ ১৪:০৯:৩৯
সাতক্ষীরায় আওয়ামীলীগ নেতার স্ত্রী গ্রেফতার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কদমতলী গ্রামে মুন্ডা পরিবারের তিন সদস্যকে পিটিয়ে  জখম করার ঘটনায় বেবী পারভীন (৩৬) নামের এক নারীকে গ্রেফতার করেছে  পুলিশ। সোমবার ভোরে শ্যামনগরের কদমতলী গ্রামের নিজ বাড়ি তেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত বেবী পারভীন স্থানীয় মুন্সিগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ গাজীর স্ত্রী।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বাদল জানান, ১৬ শতক জমি জবরদখলের উদ্দেশ্যে কদমতলী গ্রামের আব্দুর রশিদ গাজী ও তার পরিবারের সদস্যরা মুন্ডাদের জমি দখল করার উদ্দেশ্যে গত শনিবার তিন দফায় অসিত মুণ্ডা, তার মা ও স্ত্রীকে পিটিয়ে জখম করে। রাতে তাদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় রবিবার থানায় মামলা করেন অসিত কুমার মুন্ডা। মামলায় ওই আওয়ামীলীগ নেতার স্ত্রী বেবী নাজনিন, তার দুই পুত্র রাজা ও খলিফা সহ ৫ জনকে আসামী করা হয়। সোমবার ভোরে শ্যামনগর উপজেলার উত্তর কদমতলা গ্রামের নিজ বাড়ি থেকে বেবী নাজনিনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(আরকে/এএস/ডিসেম্বর ০৬, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test