E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোংলায় মলম পার্টির মূলহোতাসহ গ্রেফতার ৩

২০২২ ডিসেম্বর ০৬ ১৪:১৯:৫৮
মোংলায় মলম পার্টির মূলহোতাসহ গ্রেফতার ৩

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় এক বিধবা মহিলার চোখে মলম লাগিয়ে টাকা ছিনতাইয়ের পর তাকে সড়কের পাশে ফেলে রাখার ঘটনায় মলম পার্টির মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার বিকালে মোংলা পোর্ট পৌরসভার পাওয়ার হাউজ পেট্রোল পাম্পের পাশে এঘটনার পর র‌্যাব-৬ এর সদস্যরা সন্ধ্যায় অভিযান চালিয়ে মলম পার্টির মূলহোতা কামরুল ইসলাম শেখসহ (৩৫), তার সহযোগী আব্দুস সালাম শেখ (৪৮) ও  দেলোয়ার হোসেন শেখকে (৪৫) গ্রেফতার করেছে। এসময়ে উদ্ধার হয়েছে বিধবা বৃদ্ধার ছিনতাই হওয়া টাকা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে র‌্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার বিকালে মোংলা পোর্ট পৌরসভা এলাকার এক বিধবা বৃদ্ধা মহিলা তার স্বামীর পেনশনের ৬ হাজার টাকা ব্যাংক উত্তোলন করে ভ্যান যোগে বাসায় ফিরছিলেন। এসময়ে ভ্যান চালক মলম পার্টির মূলহোতা কামরুল ইসলাম শেখ ও তার দুই সহযোগী আব্দুস সালাম শেখ ও দেলোয়ার হোসেন শেখ ওই বৃদ্ধার চোখে মলম লাগিয়ে ৬ হাজার টাকা ছিনতাইয়ের পর তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনা জানতে পেরে র‌্যাব-৬ এর সদস্যরা সন্ধ্যায় অভিযান চালিয়ে মলম পার্টির মূলহোতা কামরুল ইসলাম শেখসহ তার দুই সহযোগী আব্দুস সালাম শেখ ও দেলোয়ার হোসেন শেখকে মোংলা থেকে গ্রেফতার করে।

এ সময়ে র‌্যাব সদস্যরা মলম পার্টির এই ৩ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া ৬ হাজার টাকাও উদ্ধার করে। মলম পার্টির মূলহোতাসহ গ্রেফতার হওয়া ৩ জওেনর বাড়ী খুলনার রূপসা উপজেলায়। তারা দীর্ঘদিন ধরে ভ্যান চালক ও যাত্রী সেজে অন্যসব যাত্রীদের চোখে মলম লাগিয়ে টাকা ছিনতাইয় করে আসছিল। গ্রেফতারকৃত রাতে মোংলা থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

(এসএকে/এএস/ডিসেম্বর ০৬, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test