E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোকসানের বোঝা মাথায় নিয়ে ফরিদপুর চিনিকলের আখ মাড়াই মৌসুম শুরু

২০২২ ডিসেম্বর ২৪ ১৬:৪২:০৪
লোকসানের বোঝা মাথায় নিয়ে ফরিদপুর চিনিকলের আখ মাড়াই মৌসুম শুরু

মো.মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের (৪৭তম) ২০২২-২০২৩ আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে। 

বিগত ৪৬ বছরে এ পর্যন্ত মোট ৬৫৮ কোটি ৫৮ লক্ষ ৬৭ হাজার ১৩১টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে এবং ৫০ দিনে ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ১শ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে শুক্রবার (২৩ ডিসেম্বর) ৪৭তম আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হলো। চিনি আহরনের হার ধরা হয়েছে ৬.২%।

“কেইন কেরিয়ার” প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে ডোংগায় আখ নিক্ষেপনের মধ্যদিয়ে ২০২২-২৩ আখ মাড়াই মৌসুমের শুরু হয়। দোওয়া মাহফিল ও উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা। আখ মাড়াই মৌসুমের উদ্ভোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফআইসি সদর দপ্তরের প্রধান প্রকৌশলী মো. আনোয়ার কবীর, চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সভাপতি আব্বাস আলী বিশ্বাস, সাধারন সম্পাদক কাজল বসু, চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. সফিকুল ইসলাম খান, সাধারন সম্পাদক রেজাউল করিম ঝট প্রমুখ।

উল্লেখ্য, গত ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুবিবুর রহমানের হাত ধরে চিনিকলটি প্রতিষ্ঠিত হয়ে ১৯৭৬-১৯৭৭ আখ মাড়াই মৌসুমে উৎপাদনে যাওয়ার পর থেকে বিগত ৪৬ বছরে চিনিকলটি মাত্র ১০মৌসুমে লাভের মুথ দেখলেও বছরের পর বছর লোকসান দিয়ে আসছে। সর্বশেষ ১৯২১-২২ আখ মাড়াই মৌসুমে আখের অভাবে মাত্র ৩২দিনে চিনিকলটি মাড়াই মৌসুম বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ খবির উদ্দিন বলেন আমি যোগদানের পর লোকসান কমতে শুরু করেছে এবং এ বছর চাষীরা আখ রোপনও পর্যাপ্ত করেছে। এতে করে চিনিকলের লোকসান আরো কমে আসবে।

(এম/এসপি/ডিসেম্বর ২৪, ২০২২)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test