E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোয়ালমারীতে মির্জা ফকরুলসহ সকল রাজবন্দীর মুক্তির দাবি

২০২২ ডিসেম্বর ২৫ ১৭:৩০:১২
বোয়ালমারীতে মির্জা ফকরুলসহ সকল রাজবন্দীর মুক্তির দাবি

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ দেশের সকল রাজবন্দীর মুক্তি দাবী ও নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি র প্রতিবাদে আজ রবিবার ফরিদপুরের বোয়ালমারীতে এক সংবাদ ব্রিফিং এর আয়োজন করেন দলটির কেন্দ্রীয় সদস্য, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ আবু জাফর।

সকাল ১০ টায় স্থানীয় ছব্দু মিয়া মার্কেটে উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিং এ লিখিত বক্তব্যে শাহ জাফর বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতিতে দেশবাসী আজ দিশে হারা। এ দিকে নজর না দিয়ে সরকার নিজেদের আখের গোছাতে ব্যস্ত। দেশের গণতান্ত্রীক শাসন ব্যবস্থা ধ্বংস করে শেখ হাসিনা এক দলীয় সৈর শাসন কায়েম করেছে। ভোটাধিকার সহ সর্ব প্রকার নাগরিক ও মানবাধিকার আজ ভূলুণ্ঠিত। রাষ্ট্রীয় জুলুম-অত্যাচারের বিরুদ্ধে গোটা দেশবাসী যখন বি এন পির নেতৃত্বে ফুঁসে উঠছে সেই মূহুর্তে সরকার শত শত সাজানো গায়েবি মামলা দিয়ে হাজার-হাজার বিরোধী নেতাকর্মীদের কারাবন্দী করছে। গুম-খুনেরও শিকার হচ্ছে অগণিত নেতাকর্মী। এই রাষ্ট্রীয় সন্ত্রাসের পরিণতি কখনই শুভ হবেনা।

শাহ জাফর বলেন, সারা দেশের ন্যয় বোয়ালমারীতেও গায়েবি বোমা হামলা মামলা দিয়ে বি এন পি নেতাকর্মীদের হয়রানি করছে। ইতিমধ্যে ১২ জন নেতাকর্মীকে আটক করে জেলে পাঠিয়েছে। যদিও গ্রেফতারকৃতরা সহ মামলার সকল আসামীই নিরাপরাধ। গ্রেফতার ও আরো গায়েবী মামলার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে অনেক নেতাকর্মীর কাছ থেকে মোটা অংকের অর্থ আদায়েরও অভিযোগ করা হয় সংবাদ ব্রিফিংএ। এ জুলুম-অন্যায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফকরুল সহ সকল রাজবন্দীর আশু মুক্তি ও প্রশাসনের নিরপেক্ষ আচরণের দাবী জানান শাহ মোঃ আবু জাফর।

সংবাদ ব্রিফিং কালে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামসুদ্দীন মিয়া ঝুনু, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, কৃষক দলের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম, পৌর বি এন পির সভাপতি শেখ আফছার উদ্দীন, সহ সভাপতি মোঃ সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, যুবদল নেতা মিনহাজুর রহমান লিপন, মহিবুল ইসলাম তুহিন ও ছাত্রদল নেতা মাহফুজ মিয়া,মাহবুব হাসান সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

(কেএফ/এসপি/ডিসেম্বর ২৫, ২০২২)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test