E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে দুই বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু  

২০২৩ জানুয়ারি ০১ ১৮:৫৮:২১
বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে দুই বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু  

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে দুই বাক প্রতিবন্ধীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- বোয়ালমারী পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের সাখাওয়াত শেখের ছেলে মিজু শেখ (৩০) ও উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের লুৎফর মিয়ার ছেলে জাকারিয়া (৩২)। এ দুর্ঘটনায় জাহিদ মিয়া (৩০) নামে অপর এক বাক প্রতিবন্ধী আহত হয়েছেন।

আজ রবিবার বেলা একটার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর বদ্যিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর বদ্যিপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে বাকপ্রতিবন্ধী জাহিদ মিয়ার কাছে বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে সমবয়সী বাকপ্রতিবন্ধীরা আসতো। বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রাম থেকে মিজু শেখ ও গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের জাকারিয়া রবিবার সকালে জাহিদের কাছে আসে। তারা জাহিদের বাড়ির পাশের রেললাইনের উপর বসে গল্প করছিল। এমন সময় বোয়ালমারী রেলস্টেশন থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে বনচাকি বদ্যিপাড়া নামক স্থানে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী আন্তনগর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মিজু ও জাকারিয়া মারা যান। ট্রেনের ধাক্কায় জাহিদ পাশে ছিটকে পড়ায় প্রাণে বেঁচে যান। তবে দুই বন্ধুকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুর্ঘটনার পরপরই আত্মহত্যার চেষ্টা করে বলে তার পরিবার জানায়। পরে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রাজবাড়ী জেলার জিআরপি থানার পরিদর্শক সোমনাথ বসু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রাজবাড়ী জেলার জিআরপি থানা থেকে একটি টিম রওনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(কেএফ/এসপি/জানুয়ারি ০১, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test