E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুর পৌরসভার ৩১ কি.মি. সড়কবাতি উদ্বোধন

২০২৩ জানুয়ারি ০২ ০১:০৯:৪৬
জামালপুর পৌরসভার ৩১ কি.মি. সড়কবাতি উদ্বোধন

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর জেলার ৮টি পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জামালপুর পৌরসভার ৩১ কিলোমিটার সড়কে জ্বললো ইলেকট্রিক বাতি। দীর্ঘতম এ সড়কবাতি উদ্বোধনের মধ্য দিয়ে পৌরবাসীকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছাও জানালেন পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।

রবিবার (১ জানুয়ারি) রাতে শহরের কম্পপুর মোড়ে এই সড়কবাতি প্রজ্জ্বলন উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি।

জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, স্থানীয় সরকারের উপ পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম প্রমুখ।

পৌর মেয়র বলেন, আজ পৌরসভার ৩১ কিলোমিটার সড়ক বাতির আলোয় আলোকিত হলো। যেসব সড়কে এখনো সড়কবাতি স্থাপন করা হয়নি সেগুলোতে পর্যায়ক্রমে তা স্থাপন করা হবে। পৌরসভাকে শতভাগ আলোকিত করার জন্য আমরা কাজ করছি যাতে পৌর নাগরিকরা স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারেন।

এসময় জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সড়কবাতি উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিএম রাজন।

(আরআর/এএস/জানুয়ারি ০২, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test