E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কমিটি গঠন নিয়ে বানিয়াচংয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

২০১৪ অক্টোবর ১৮ ১৭:৩৪:১৫
কমিটি গঠন নিয়ে বানিয়াচংয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ নেতাসহ ছাত্রলীগের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় আওয়ামী লীগ-যুবলীগের ক’জন নেতার ব্যক্তিগত অফিস ও নাদিয়া জিম সেন্টারে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে। জনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি গঠনের জের ধরে শুক্রবার রাত ৮টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

দলীয় নেতাকর্মীসহ পুলিশ জানায়, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হালিম সোহেল ও সেক্রেটারি এমদাদুল হাসান শাহীন বৃহস্পতিবার রফিকুল ইসলাম মাসুদকে সভাপতি ও শাহ নোয়াজ আলম রাজুকে সাধারণ সম্পাদক করে জনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা দেন। একইদিন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আহবাব হোসেন জুয়েলসহ ছাত্রলীগ উপজেলা কমিটির অন্যান্য নেতারা রুবেল মিয়াকে সভাপতি ও সাইফুল ইসলাম টিপুকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি গঠন করেন।


শুক্রবার রাত ৮টার দিকে বড়বাজারে রুবেল-টিপু’র কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল করে তাদের কর্মী-সমর্থকরা। এ সময় পার্শ্ববর্তী নাদিয়া জিম সেন্টারে অবস্থানরত মাসুদ-রাজু কমিটির সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রুবেল-টিপু কমিটির মিছিল শেষ হওয়ার পর মাসুদ-রাজু কমিটির কর্মী-সমর্থকরা পাল্টা মিছিল বের করলে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। পরে থানার ওসি লিয়াকত আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে নাদিয়া জিম সেন্টারসহ আওয়ামী লীগ-যুবলীগের ক’জন নেতার ব্যক্তিগত অফিস ভাংচুর করা হয়।

সংঘর্ষ থামাতে গিয়ে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মওদুদ-আল-মাহমুদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান খান তুহিন, সাংবাদিক ইয়াসিন আরফাত মিল্টন, শেখ তানভীর হোসাইন পলাশসহ অন্তত ১০ জন আহত হন।


(পিডিএস/এএস/অক্টোবর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test