E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে সংস্কৃতি সম্মেলনে সম্মাননা প্রদান

২০২৩ জানুয়ারি ০৭ ১৮:৫৯:৫৫
জামালপুরে সংস্কৃতি সম্মেলনে সম্মাননা প্রদান

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে জেলা সংস্কৃতি সম্মেলনে কবি-শিল্পী, সুরকার, নাট্যকার ও চলচ্চিত্রকারকে সম্মাননা দিয়েছে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম।

৩০ বছর পূর্তি উপলক্ষে এ সংস্কৃতি সম্মেলনের আয়োজন করে ফোরামটি। এতে কবি মাহবুব বারী, কবি আলী জহির, অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকী, সুরকার শামসুল হুদা, নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, শিল্পী শহীদ কবীর পলাশ ও চলচ্চিত্র পরিচালক এস এ হক অলীককে সম্মাননা দেওয়া হয়।

শনিবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এ সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের সাবেক সিনিয়র সচিব ও সিইও ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি। সম্মেলনে প্রধান বক্তা ও উদ্বোধক ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের জামালপুর জেলার সাধারণ সম্পাদক তারিকুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আমন্ত্রিত বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. সিরাজুল ইসলাম ও বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন সদস্য (বাণিজ্যনীতি) শাহ্ মো. আবু রায়হান আল বেরুনী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সরকার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান।

সম্মেলনে ৫টি ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। সাহিত্যে হাসান হাফিজুর রহমান সম্মাননা, সংগীতে ওস্তাদ ফজলুল হক ও নজরুল ইসলাম বাবু সম্মাননা, নাটকে এম এস হুদা সম্মাননা এবং শিক্ষায় ব্রহ্মপুত্র সম্মাননা দেয় সাংস্কৃতিক ফোরামটি।

(আরআর/এসপি/জানুয়ারি ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test