E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে রেজিস্ট্রি অফিসে কর্মবিরতি, ভোগান্তিতে জমি ক্রেতা-বিক্রেতা

২০২৩ জানুয়ারি ১১ ১৮:২০:৫৩
জামালপুরে রেজিস্ট্রি অফিসে কর্মবিরতি, ভোগান্তিতে জমি ক্রেতা-বিক্রেতা

রাজন্য রুহানি, জামালপুর : চাঁপাইনবাবগঞ্জে সাব-রেজিস্ট্রার মো. ইউসুফ আলীর ওপর হামলার ঘটনায় জামালপুরে জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রি অফিসে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি পালন করছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন। এতে ভোগান্তিতে পড়েছে দূর-দূরান্ত থেকে আসা আগত দলিল সম্পাদনকারীসহ জমি ক্রেতা-বিক্রেতারা। বুধবার (১১ জানুয়ারি) সকাল থেকে অনির্দিষ্টকালের এ কর্মবিরতি শুরু হয়েছে।

জানা যায়, ১০ জানুয়ারি বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার মো. ইউসুফ আলীকে তাঁর এজলাস কক্ষে শারীরিকভাবে লাঞ্ছিত করেন শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত। সেই সঙ্গে তাঁর ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়। এতে ওই সাব-রেজিস্ট্রার মারাত্মকভাবে আহত হন। এ ঘটনায় বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সারাদেশে জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রি অফিসে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছে।

জামালপুর জেলা রেজিস্ট্রার মো. জহুরুল ইসলাম জানান, সাব-রেজিস্ট্রার মো. ইউসুফ আলীর ওপর হামলা ও আহত হওয়ার ঘটনায় সারাদেশে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে আজ আমাদের কর্মবিরতি চলছে।

(আরআর/এসপি/জানুয়ারি ১১, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test