E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে তিন ইটভাটায় সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

২০২৩ জানুয়ারি ১১ ১৮:৫২:৩৯
ঠাকুরগাঁওয়ে তিন ইটভাটায় সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রামমাণ আদালত পরিচালনার মাধ্যমে তিনটি ইটভাটার মালিককে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গত মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এবং বুধবার দুপুর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম এবং প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী।

পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী এসব তথ্য নিশ্চিত করে বলেন, সদর উপজেলার মেসার্স এস আই টি ব্রিকস্ এর মালিক মোঃ আব্দুল মজিদ আপেলকে ২ লাখ, সুপ্রিয় ব্রিকস্ এর মালিক বাবলুর রহমানকে ১ লাখ ৫০ হাজার ও এস স্টার কে ব্রিকস্ এর মালিক রাম বাবুকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং এসব ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

(এফআর/এসপি/জানুয়ারি ১১, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test