E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগরের সাতঘর হাটিতে দরিদ্র শীতার্ততের মাঝে শীতবস্ত্র বিতরণ

২০২৩ জানুয়ারি ১২ ১৪:২০:১৬
নবীনগরের সাতঘর হাটিতে দরিদ্র শীতার্ততের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সন্তান, ফ্রান্স প্রবাসী ও ফ্রান্স আওয়ামীলীগের সহ সভাপতি মো. হারুন আল রশীদের অর্থায়নে এলাকার অসহায়, দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়ছে।

বুধবার বিকেলে তাঁর জন্মভূমি নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘর হাটি গ্রামে স্থানীয় হাজী মিন্নাত আলীর বাসভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

'সাতঘর হাটি আলোকিত সমাজ' নামের একটি সামাজিক সংগঠনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ওই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক, সাবেক ছাত্রলীগ নেতা এম নাঈমুর রহমান।

ফ্রান্স থেকে আগত নিজের সন্তান রায়হান আল রশীদকে সঙ্গে নিয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফ্রান্স প্রবাসী, আওয়ামীলীগ নেতা মো. হারুন আল রশীদ।

ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম অনিকের প্রাণবন্ত সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবীনগর অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম নোয়াফের সভাপতি, বিশিষ্ট লেখক সফিকুল ইসলাম শফিক। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরামের সাধারণ সম্পাদক, দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, নোয়াফের সহ-সভাপতি বিপুল চন্দ্র সাহা, অর্থ সম্পাদক টিটন চন্দ্র পাল, নবীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সামস্ আলম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সাহিত্য সম্পাদক তারেক রহমান বাবু, বাইশ মৌজা ছাত্র সংগঠনের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আবু কায়েছ মাষ্টার, নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাহবুব মোর্মেদ, সাংস্কৃতিক সম্পাদক, শিক্ষক প্রদীপ আচার্যসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আয়োজকদের পক্ষ থেকে কম্বল পৌঁছে দিতে দেখা গেছে।

এ বিষয়ে ফ্রান্স প্রবাসী আওয়ামীলীগ নেতা মো. হারুন আল রশীদ এ প্রতিবেদককে বলেন,'ফ্রান্সে থাকলেও, নিজের জন্মভূমির জন্য,মন কাঁদে। তাই জীবনের বাকী যে কয়টা দিন বেঁচে থাকবো, জন্মভূমির মানুণের জন্য তথা আমার এলাকার সার্বিক কল্যাণে কাজ করে যাবো ইনশাল্লাহ। এক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নসহ সমাজের অবহেলিত অসহায় মানুষগুলোর দু:খ লাঘবে আমি কাজ করে যেতে চাই।' তিনি আরও বলেন, বিশেষ করে কন্যা দায়গ্রস্ত অসহায় দরিদ্র পিতামাতার সাহায্যার্থে সহযোগিতা করতে পারলে, নিজেকে সবচেয়ে বেশী ধন্য মনে করবো।'

প্রসঙ্গত, একটি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ হাজার, একটি সামাজিক প্রতিষ্ঠানে ৩৫ হাজার, দুজন অসহায় নারী পুরুষকে সম্প্রতি নগদ ৩০ হাজার টাকা প্রদান করে ইতিমধ্যেই হারুন আল রশীদ এলাকায় সুনাম কুড়িয়েছেন। এছাড়া হিন্দুদের শশ্মানঘাটেও নিজস্ব অর্থায়নে আর্সেনিকমুক্ত টিউবওয়েল প্রদান করেছেন ফ্রান্স প্রবাসী এই আওয়ামীলীগ নেতা।

(জিডিএ/এএস/জানুয়ারি ১২, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test