E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিলেটে বাস ধর্মঘট চলছে

২০১৪ অক্টোবর ১৯ ১২:৩২:৪৫
সিলেটে বাস ধর্মঘট চলছে

সিলেট প্রতিনিধি : বাস মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে সিলেটে।

রবিবার ভোর ৬টা এ ধর্মঘট শুরু হয়। এসময় সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস-মিনিবাস ছেড়ে যায়নি। এ কারণে দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।

নগরীতে যথারীতি সিএনজি অটোরিকশা চলাচল করছে। তবে, সিএনজি অটোরিকশার চালকরা যাত্রীদের কাছ থেকে আদায় করছেন অতিরিক্ত ভাড়া।

বাস-শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক তেরা মিয়া ও বাস-মালিক সমিতির নেতা মাখন মিয়ার নেতৃত্বে রোববার সকাল ১১টার দিকে কদমতলী বাস টার্মিনাল থেকে একটি লাঠি মিছিল বের করে ধর্মঘট সমর্থকরা। মিছিলটি ক্বীন ব্রিজের কাছে আসার পর পুলিশ তাদের বাধা দেয়। পরে বাস শ্রমিকরা পুনরায় মিছিলসহকারে কদমতলী বাস টার্মিনালে অবস্থান নেয়।

উল্লেখ্য, শনিবার দুপুরে কদমতলীতে বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের সময় ভাংচুর করা হয় অর্ধশত বাস ও সিএনজি অটোরিকশা। এর জের ধরে রোববার সকাল ৬টা থেকে বাস মালিক সমিতি অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।

(ওএস/এইচআর/অক্টোবর ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test