E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দলের সিদ্ধান্ত নিয়ে ফেসবুকে মন্তব্য, যুব মহিলা লীগ নেত্রীকে অব্যাহতি

২০২৩ জানুয়ারি ১৮ ১৮:৫৯:৪৬
দলের সিদ্ধান্ত নিয়ে ফেসবুকে মন্তব্য, যুব মহিলা লীগ নেত্রীকে অব্যাহতি

রাজন্য রুহানি, জামালপুর : জেলা যুব মহিলা লীগের সভাপতিকে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অব্যাহতির সুপারিশ সংক্রান্ত ফেসবুকে করা এক পোস্টে মন্তব্য করায় জেলা যুব মহিলা লীগের দপ্তর সম্পাদক শারমিন আক্তারকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

'জেলা আওয়ামী লীগ কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অব্যাহতি দেওয়ার ক্ষমতা রাখে না' এ মন্তব্যের কারণে তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। সেই সঙ্গে কেন তাকে চূড়ান্ত বহিস্কারের সুপারিশ কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করা হবে না তা পত্রপ্রাপ্তির সাত দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে ওই নেত্রীকে প্রেরিত জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয়, জামালপুর জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমাকে অব্যাহতি প্রদান করার জন্য কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর এক পত্র প্রেরণ করেন। এই সিদ্ধান্তের পর আপনি (শারমি আক্তার) যুব মহিলা লীগের দপ্তর সম্পাদক থাকা অবস্থায় "জেলা আওয়ামী লীগ কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অব্যাহতি দেওয়ার এখতিয়ার রাখে না" বলে মন্তব্য করেছেন। যেটি সম্পূর্ণরূপে শৃঙ্খলা পরিপন্থী। আপনার এই কর্মকাণ্ডে যুব মহিলা লীগের ভাবমূর্তি ব্যপকভাবে ক্ষুন্ন হওয়ায় আপনাকে দপ্তর সম্পাদকের পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। কেন আপনাকে চূড়ান্তভাবে বহিস্কারের সুপারিশ কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করা হবে না তা পত্রপ্রাপ্তির সাতদিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।'

এ বিষয়ে ওই নেত্রীর মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

(আরআর/এসপি/জানুয়ারি ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test