E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে একসঙ্গে চার কন্যাশিশু প্রসব

২০২৩ জানুয়ারি ২০ ১৩:৩৪:১৭
জামালপুরে একসঙ্গে চার কন্যাশিশু প্রসব

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আঞ্জুয়ারা বেগম নামের এক গৃহবধূ। তিনি সরিষাবাড়ি উপজেলার চর-সরিষাবাড়ি গ্রামের বাসিন্দা মো. বাবু মিয়ার স্ত্রী।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে বেসরকারি হাসপাতাল এপোলেতে সিজারের মাধ্যমে একসঙ্গে এ চার সন্তানের জন্ম দেন তিনি।

অস্ত্রোপচার করা চিকিৎসক ডা. খায়রুল বাশার পলাশ বলেন, আমার তত্ত্বাবধানে অস্ত্রোপচার করা হয়। একসঙ্গে চার কন্যাশিশুর জন্ম হয়েছে। শিশুদের মা সুস্থ আছেন। নবজাতকদের নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়েছে।

চার নবজাতকের বাবা মো. বাবু বলেন, আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে তাদের লালন-পালন করব। এতে আমাদের কোনো সমস্যা হবেনা। চিকিৎসকরা আমার স্ত্রীকে সবসময় পর্যবেক্ষণ করছেন। প্রসূতি ও নবজাতক সুস্থ থাকায় ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।

গৃহবধূ বলেন, আমি সুস্থ আছি। আল্লাহ আমাকে চারটি কন্যাসন্তান দান করেছেন। একসঙ্গে চার সন্তানের মুখ দেখে খুশি হয়েছে পরিবার ও আত্মীয়স্বজনরা।

(আরআর/এএস/জানুয়ারি ২০, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test