E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মধুখালীতে ইউপি চেয়ারম্যান ও পৌর ওয়ার্ড কাউন্সিলরের শূণ্য পদে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা

২০২৩ জানুয়ারি ২৫ ১৭:২৯:৫৮
মধুখালীতে ইউপি চেয়ারম্যান ও পৌর ওয়ার্ড কাউন্সিলরের শূণ্য পদে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শূণ্য পদের ও পৌরসভা ৯নং সাধারন ওয়ার্ডের কাউন্সিলর শূণ্যপদের জন্য উপ-নির্বাচনের তফশিল ঘোষনা করা হয়েছে।

নির্বাচনের তফশিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রয়ারি ২০২৩ (রবিবার), মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২০ ফেব্রয়ারি ২০২৩ (সোমবার), প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রয়ারি ২০২৩ (সোমবার) এবং ভোট গ্রহন ১৬ মার্চ ২০২৩ (বৃহস্পতিবার) সকাল ৮.৩০ থেকে ৪.৩০ পর্যন্ত ইভিএম এর মাধ্যমে বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের ২৩ জানুয়ারি ২০২৩ তারিখের প্রজ্ঞাপনে দ্বারা স্থানীয় সরকার(পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১০ এর উপবিধি (৩) অনুযায়ী ফরিদপুরের মধুখালী পৌরসভার ৯নং ওয়ার্ডেও কাউন্সিলর শূণ্যপদে সিনিয়ন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার, স্থানীয় সরাকর পৌরসভা) মোহাম্মদ হাবিবুর রহমান ও নির্বাচন কমিশন সচিবালয়ের ২৩ জানুয়ারি ২০২৩ তারিখের স্মারক এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসার, ফরিদপরের ২৪ জানুয়ারি ২০২৩ তারিখের স্মারকের প্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১১ অনুযায়ী উপজেলা নির্বাচন অফিসার এবং রিটার্নিং অফিসার মনজুরুল আলম নিম্নলিখিত সময়সূচী অনুযায়ী এ তফশিল ঘোষনা করেন।

উল্লেখ্য, ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদিকুর রহমান সাজ্জাদ ও মধুখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হান্নান মোল্যার মুত্যতে শূন্য এ পদ দুটি শূণ্য হয়।

(এম/এসপি/জানুয়ারি ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test