E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে অচল পাবলিক লাইব্রেরিকে সচলের দাবি

২০২৩ জানুয়ারি ২৯ ১৬:৩২:৫৪
জামালপুরে অচল পাবলিক লাইব্রেরিকে সচলের দাবি

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ও অচলাবস্থায় পড়ে থাকা পাবলিক লাইব্রেরিকে পাঠকদের জন্য খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন।

'উন্মুক্ত হোক প্রাণের পাঠাগার' এ শ্লোগান সামনে রেখে জামালপুর পাবলিক লাইব্রেরি পুনরুজ্জীবিত, পাঠোপযোগী ও আধুনিক তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ করে গড়ে তোলারও দাবি জানান বক্তারা।

রবিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় শহরের বকুলতলা সংলগ্ন পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার উপদেষ্টা প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, বিশিষ্ট কবি আলী জহির, বিশিষ্ট রাজনীতিক আমির উদ্দিন, সংস্কৃতিকর্মী সাযযাদ আনসারী, সাংবাদিক মোস্তফা বাবুল, মোস্তফা মনজু, ফজলে এলাহী মাকাম, শিক্ষক সানিয়া সুলতানা, সমাজকর্মী রাসেল মিয়া, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ প্রমুখ। এতে সঞ্চালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিল্লোল সরকার।

মানববন্ধনে কবি, সাহিত্যিক, সাংবাদিক, ছাত্র, শিক্ষকসহ বইপ্রেমী শতাধীক নারী ও পুরুষ অংশ নেন।

এক সপ্তাহের মধ্যে পাবলিক লাইব্রেরির তালা খোলে দেয়া, অনতিবিলম্বে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা, লাইব্রেরির সীমানা প্রাচীর মেরামত করাসহ নিরাপত্তা বেষ্ঠনী তৈরি করে সংস্কার কাজ সম্পন্ন করা, পুরাতন বইগুলো বাঁধাই করা, নতুন বই সংগ্রহ করা, পাঠকদের আকৃষ্ট করতে নানামুখী প্রচারণা শুরু করা, লাইব্রেরিয়ান ও পিয়নের দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধসহ নানা দাবি জানান বক্তারা। দাবি পূরণ না করা হলে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও ঘোষণা দেয়া হয়।

উল্লেখ, দেড়'শ বছরেরও প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী জামালপুর পাবলিক লাইব্রেরিতে আছে ৩৪ হাজার বই। অযত্ন, অবহেলা এবং প্রশাসনের দায়িত্ব অবহেলার কারণে বইগুলো নষ্ট হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

(আরআর/এসপি/জানুয়ারি ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test