E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোয়ালমারীতে উপজেলা গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টে  চ্যাম্পিয়ন পৌর একাদশ

২০২৩ জানুয়ারি ২৯ ১৭:৩১:৪৩
বোয়ালমারীতে উপজেলা গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টে  চ্যাম্পিয়ন পৌর একাদশ

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে ক্রীড়া সংস্থা আয়োজিত উপজেলা গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে বোয়ালমারী পৌর একাদশ।

রবিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জর্জ একাডেমির খেলার মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনালে চতুল ইউনিয়ন একাদশকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বোয়ালমারী পৌর একাদশ। টস-এ জিতে বোয়ালমারী একাদশের ক্যাপ্টেন মলয় ভৌমিক চতুল একাদশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে চতুল একাদশ ১২২ রান সংগ্রহ করে। জবাবে ১৮ ওভার ৪ বলে ১ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যমাত্রা টপকিয়ে ১২৬ রান করে চ্যাম্পিয়ন হয় বোয়ালমারী পৌর একাদশ। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বোয়ালমারী পৌর একাদশের নাহিদ, ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন রানার্স আপ চতুল একাদশের মুরসালিন আহমেদ।

গত ১৬ জানুযারি শুরু হওয়া টি-২০ ফর্মেটে অনুষ্ঠিত এ খেলায় পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের ১১টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন , রানার্স আপ দলসহ অংশগ্রহণকারী দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন, চতুল ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাপ্তাহিক চন্দনা সম্পাদক ও দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী বার্তা সম্পাদক এ্যাড. কোরবান আলী, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, নিজাম উদ্দিন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন প্রমুখ।

সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রীতি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে "মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি " প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এতে খেলোয়াড়, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করে।

(কেএফ/এসপি/জানুয়ারি ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test