E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মধুখালীতে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিচারপতি মজিবুর রহমান মিঞা

২০২৩ জানুয়ারি ২৯ ১৮:১০:০৯
মধুখালীতে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিচারপতি মজিবুর রহমান মিঞা

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী  রাশিদা নবী উচ্চ বিদ্যালয় ও ব্যাসদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহেদুন নবী মনির সভাপতিত্বে দুদিন ব্যাপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাত পুরস্কার তুলে দেন হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর বিচারপতি মো. মজিবুর রহমান মিঞা ফিরোজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মাদ আকবর আলী শেখ, এডিশনার ডিআইজি মো. কাইমুজামান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ আব্দুল্লাহ বিন কালাম, অকোটেক্স এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুস সোহবান, অকোটেক্স গ্রুপের যুক্তরাজ্য মার্কেটিং প্রধান মিসেস টিসি আইস বাগচি, বাংলাদেশ ব্যাংকের পরিচালক ফরিদা পারভীন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানিক মজুমদার, উপজেলা চেয়ারম্যান মো. শহিদৃুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরী, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আউয়াল আকন ও ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারিকুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মোরশেদা আক্তার মিনা ও মধুখালী খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদুল ইসলামসহ প্রমুখ।

সন্ধ্যায় বিজয়ীদের পাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রীত অতিথিগণ। রাতে ফরিদপুরের শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় কনসার্ট অনুষ্ঠিত হয় । এতে হাজার হাজার নারী-পুরুষ দর্শক গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন।

(এম/এসপি/জানুয়ারি ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test