E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন করে গুমের অভিযোগ 

২০২৩ জানুয়ারি ৩০ ১৮:৪৭:০৯
সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন করে গুমের অভিযোগ 

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে এক নববধূকে নির্যাতন করে গুম করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সশরীরে থানায় উপস্থিত হয়ে ভুক্তভোগীর মা মোসা.কহিনুর বেগম মেয়ের স্বামী, শশুর ও শাশুড়িকে আসামী করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন- সোনারগাঁ উপজেলার বাড়ি মজলিস এলাকার বলাকি আনোয়ারে ভাড়াটিয়া বাদল,তার ছেলে মো.বানটি ও শ্বাশুড়ি নাদিরা। অভিযোগ সুত্রে জানা যায়, এক মাস পূর্বে উপজেলার বাড়ি মজলিস এলাকার বাদল'র ছেলে মো.বানটির (২৪),মোগরাপাড়া ইউনিয়নের কানাই নগর গ্রামের মোঃ মমিনের মেয়ে মিম (১৮) এর সাথে
ইসলামী শরিয়া মোতাবেক উভয় পরিবারের মর্জিতে সামাজিকভাবে বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বিয়ের পর থেকেই নববধূ মিমকে যৌতুকের দাবিতে মারধর করে আসছিলো।

এর ধারাবাহিকতায় গত ১৪/১/২০২৩ ইং তারিখে শ্বশুর শ্বাশুড়ির প্রচারণায় নববধূর স্বামী মোঃ বানটি ফার্নিচার বাবদ ২ লাখ টাকার দাবীতে নববধূকে মারধর করে বাড়ি থেকে বাহির করে দেয়। ভুক্তভোগীর বাবা মেয়ের সুখের কথা ভেবে ২ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দিয়ে বানটির বাড়িতে মেয়েকে রেখে চলে আসে। গত ২৭/ ১/২৩ ইং তারিখে নববধূর শ্বাশুড়ি নাদিরা,মিমের পরিবারকে ফোন করে জানায় আপনার মেয়ে অন্য জাগায় চলিয়া গিয়াছে। মিমের পরিবার বানটির পরিবারের সাথে যোগাযোগ করলে মিমের পরিবারকে গালিগালাজ সহ প্রাননাশের হুমকি দেয়। যৌতুকের জন্য তার মেয়েকে গুম করা হয়েছে বলে থানায় লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।

এই বিষয়ে নববধূর শ্বাশুড়ি মুঠোফোনে বলেন, আমাদের পরিবারের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ আমাদের আনেক ধন-সম্পদ দিয়েছে,আমরা তাদের কাছে কখনো যৌতুকের টাকা দাবি করি নাই। যদি যৌতুক চাইতাম তা হলে বিয়ের দিনই চাইতাম। আর তাকে আমি সহ আমাদের পরিবারের কেউ যৌতুকের টাকার জন্য মারধর করি নাই।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ বানটির সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোনটির সুইচ অফ পাওয়া যায়।
সোনারগাঁ থানার ওসি তদন্ত আহসান উল্লাহ বলেন, উভয়ে লিখিত অভিযোগ করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

(এসবি/এসপি/জানুয়ারি ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test