E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনারগাঁয় হিন্দুদের ওপর হামলা বাড়িঘর ভাঙচুর

২০১৪ অক্টোবর ২০ ১২:৫০:৪১
সোনারগাঁয় হিন্দুদের ওপর হামলা বাড়িঘর ভাঙচুর

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :নারায়ণঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ও বৈদ্যেরবাজার এলাকায় গতকাল রবিবার দুপুরে দুই হিন্দু পরিবারের ওপর হামলা হয়েছে। কাঁচপুরে হিন্দু পরিবারের বাড়ি ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। হামলায় আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ভুক্তভোগীরা সন্ত্রাসীদের ভয়ে থানায় মামলা করতে পারছে না। তারা প্রাণভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বৈদ্যেরবাজার ইউনিয়নের নগরজোয়ার গ্রামের তপন চন্দ্র সাহার সঙ্গে আতাউর রহমানের পূর্ববিরোধ ছিল। এর জের ধরে আতাউর রহমান, আমজাদ হোসেন, ইলিয়াস মিয়াসহ ১৫-২০ জন সন্ত্রাসী রামদা, হকিস্টিক, ছোড়া, বল্লম, টেঁটা, লাঠি নিয়ে তপনের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বাধা দেওয়ায় তপন চন্দ্র সাহা, গীতারানী সাহা, পবিত্র চন্দ্র সাহা, স্বপন সাহা, নেহারী বালা, আরতি চন্দ্র সাহা, কবিতা চন্দ্র সাহা, রজন চন্দ্র সাহা আহত হয়েছে।

অন্যদিকে কাঁচপুর ইউনিয়নের পশ্চিম বেহাকৈর গ্রামের কালাচান দাশের সঙ্গে সিরাজুল ইসলামের জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে গতকাল দুপুরে সিরাজুল ইসলাম, রোকনুজ্জামান, সবুজ মিয়াসহ ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কালাচান দাশের বাড়িঘর ভেঙে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেয়। এ সময় কালাচান দাশ, তার স্ত্রী অনজু রানী দাশ, ছেলে নিলট চন্দ্র দাশ ও মা চারুবালা রানী দাশ আহত হয়েছেন। দুই পরিবারের নারীসহ ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মারাত্মক আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত কালাচান দাশ বলেন, 'জমি নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসী সিরাজুল ইসলাম আমার বাড়িঘর মাটির সঙ্গে গুঁড়িয়ে দিয়েছে। আমাদের পিটিয়ে আহত করেছে। থানায় মামলা না করার জন্য ভয়ভীতি দেখাচ্ছে।'

আরেক আহত তপন চন্দ্র সাহা বলেন, 'পরিকল্পিতভাবে সন্ত্রাসী আতাউর রহমান ও তার বাহিনী আমাদের বাড়িঘর ভাঙচুর ও আহত করেছে। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।'

অভিযুক্ত আতাউর রহমান ও সিরাজুল ইসলাম তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, 'সংখ্যালঘুদের ওপর হামলা ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।'


(ওএস /এসসি /অক্টোবর২০,২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test