E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় দুই পক্ষের সংঘর্ষে বিএনপির প্রস্তুতি সভা পন্ড 

২০২৩ জানুয়ারি ৩১ ১৮:৪০:৫৯
সাতক্ষীরায় দুই পক্ষের সংঘর্ষে বিএনপির প্রস্তুতি সভা পন্ড 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : চড়, কিল, ঘুষি, লাথি আর চেয়ার ছোড়াছুড়ির মধ্য দিয়ে পন্ড হয়ে গেছে সাতক্ষীরা জেলা বিএনপির প্রস্তুতি সভা। আজ মঙ্গলবার বিকাল ৪টায় খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে শহরের আমতলা এলাকায় জেলা বিএনপির উদ্যোগে একটি প্রস্তুতি সভায় এ ঘটনা ঘটে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

প্রস্তুতি সভা পন্ড হয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করে শামসুজ্জামান দুদু বলেন, আমাদের নিজেদের মধ্যে সংঘর্ষ হলে তা দলের জন্য অশনি সংকেত। এতে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। সরকার পক্ষ এটা নিয়ে হাসিতামাশা করবে।

জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী জানান, অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আসার পর শান্তিপূর্নভাবে সভা চলছিলো। এসময় সাতক্ষীরা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিমের একটি বক্তব্যকে ঘিরে বিএনপির একটি পক্ষ উত্তেজিত হয়ে পড়ে। এসময় তারা আব্দুল আলিমকে আক্রমন করার চেষ্টা করলে তা দুইপক্ষের সংঘর্ষে পরিনত হয়। প্রায় ৩০ মিনিট এভাবে চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

এদিকে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম জানান, তিনি এমন কোন বক্তব্য দেননি যা অন্য একটি পক্ষের বিরুদ্ধে যায়। বিএনপির ওই পক্ষটি দলের মধ্যে বিভেদ সৃষ্টি করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহ কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন, নির্বাহী কমিটির সদস্য ডাঃ শহিদুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, শেখ তারিকুল হাসান, হাবিবুর রহমান হাবিব, মৃনাল কান্তি রায় প্রমুখ।

(আরকে/এসপি/জানুয়ারি ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test