E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তৃণমূল ও গণ মানুষের আস্থার আশ্রয়স্থল জননেতা শামীম হক

২০২৩ ফেব্রুয়ারি ০১ ১৪:২২:০৫
তৃণমূল ও গণ মানুষের আস্থার আশ্রয়স্থল জননেতা শামীম হক

দিলীপ চন্দ, ফরিদপুর : একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, মানবতার ফেরিওয়ালা ও গণমানুষের আস্থার শেষ ঠিকানা হয়ে ওঠার ইতিহাস অনেকটাই দীর্ঘ।

ফরিদপুরের রাজপথ থেকে শুরু করে সমস্ত স্তরের ও মুক্তিযুদ্ধের চেতনায় মানবতার ফেরিওয়ালা একজন মুজিব আদর্শের লড়াকু সৈনিক গণমানুষের নেতা শামীম হোক।

রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে দুঃসময়ে দলের পাশে থেকে রাজপথে নিজেকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার আদেশ ও নির্দেশে সংগ্রামী এক সাহসী কণ্ঠস্বর হয়ে ওঠা শামীম হক ফরিদপুরের মানুষের কাছে একজন মানবিক ও দরদী জননেতা হয়ে উঠেছেন। তৃণমূল থেকে শুরু করে এখন সবার মুখেই একটিই নাম ফরিদপুরের নেতৃত্বের যোগ্য এবং আগামী সংসদ নির্বাচনের ফরিদপুর ৩ আসনের যোগ্য প্রার্থী শামীম হক।

দলীয় ভাবমূর্তির বাইরেও তিনি নিজস্ব ভাবে মানুষের ভালোবাসা তৈরি করতে সক্ষম হয়েছেন। তিনি তার বলিষ্ঠ প্রচেষ্টায় সকল স্তরের অভিমানী ও সকল সক্রিয় দলীয় নেতা কর্মীদের এক কাতারে এনে একটি শক্তিশালী আওয়ামী লীগ তথা আওয়ামী সাম্রাজ্য তৈরি করার কাজে নিজেকে সবসময় ব্যস্ত রাখছেন।

ছাত্র জীবনে ছাত্র রাজনীতির মাধ্যমে তার পথ চলা শুরু হয়।দল থেকে কখন কি খরচ পাবেন এই চিন্তা না করে আওয়ামী লীগকে ভালোবেসে নিজের পকেটের টাকা খরচ করে রাজনীতি করেছেন। এর পাশাপাশি ছাত্র রাজনীতিতে সক্রিয় সকলের পাশেই থেকেছেন সক্রিয়ভাবে।

ফরিদপুর সদর ৩ আসনের আগামী নৌকার কান্ডারী মাননীয় প্রধানমন্ত্রী আস্থাভাজন রাজনীতির ক্লান্তিহীন এক নেতা জননেতা শামীম হক। ফরিদপুরের মাটি ও মানুষের নেতা হাজার নেতা কর্মীর হৃদয়ের স্পন্দন শামীম হক।

জননেতা শামীম হক বলেন আমি দীর্ঘ ৪০ বছরের ঊর্ধ্বে রাজনীতিতে সততা ও আদর্শ ও দলের প্রতিটি কাজে নিজেকে বারবার পরীক্ষা দিয়ে চলেছি।তিনি আরো বলেন আওয়ামী লীগের দুঃসময়ে সামনে থেকে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৩ আসনে আলোচনা শীর্ষ অবস্থানকারী নৌকার কান্ডারী শামীম হক। ইতিমধ্যে ফরিদপুর শহর ইউনিয়ন উপজেলা থানা তথা সমগ্র জেলা ব্যাপী আওয়ামী লীগের রাজনৈতিক নিয়ন্ত্রক তিনি। সাংগঠনিকভাবে দলের প্রত্যেকটা ইউনিটকে সুসংগঠিত ও শক্তিশালী করে গড়ে তুলেছেন তিনি।

২০২০ সালের মোশারফ পরবর্তী শুদ্ধি অভিযান চলার পরে অগোছালো আওয়ামী লীগের হাল ধরেন তিনি এবং শুদ্ধি অভিযানকে সফল করতে নিরলসভাবে কাজ করে যান।

একজন কর্মীবান্ধব তৃণমূলের আস্থার প্রতীক জননেতা শামীম হক। তিনি যখন ইউরোপে ছিলেন তখনও তৃণমূল নেতা কর্মীদের খোঁজখবর রাখতেন নিজে ব্যক্তিগত হবে অর্থ দিয়ে বিদেশে মাটিতেও আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করেছেন তিনি।

মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রাপ্ত শামীম হক যিনি গরীবের দুঃখে নিজে দুঃখ পান আবার গরিবের আনন্দে নিজে আনন্দিত হন। রাজনীতি উন্নয়ন কিংবা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন জননেতা গরিবের বন্ধু শামীম হক।

তার রাজনৈতিক ইতিহাস জানলে দেখা যায় জীবনের সমস্ত সময় তিনি দলের জন্য উৎসর্গ করেছেন।

শামীম হক বর্তমান ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একদিনে বা রাতারাতি তিনি এখানে আসেননি দীর্ঘ ৪০ বছরের প্রচেষ্টায় তিনি আজ এ পদে প্রতিষ্ঠিত হয়েছেন।

৬২ বছর বয়সী এই ত্যাগী নেতা তার জীবনের সবটুকু সময় ব্যয় করেছেন আওয়ামী রাজনীতি তথা আওয়ামী লীগকে সুসংগঠিত করার পেছনে।

ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতির দিয়ে তার রাজনৈতির হাতে খড়ি। ১৯৭৪ থেকে ১৯৭৮ পর্যন্ত তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন ১৯৭৮ থেকে ১৯৮২ পর্যন্ত তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ পরিবারের হত্যার পর তিনি ফরিদপুরে প্রথম প্রতিবাদকারী কয়েকজনের অন্যতম ছিলেন যার ফলশ্রুতিতে তৎকালীন সরকার তার প্রতি বডি ওয়ারেন্ট জারি করেন। তখন তিনি বাধ্য হয়ে অনেক কষ্ট ও যন্ত্রণা নিয়ে দেশ ত্যাগ করে সুদূর হল্যান্ডে চলে যেতে বাধ্য হন। আর এ কারণে তিনি হল্যান্ড শামীম নামে পরিচিত।

দেশ ছেড়ে হল্যান্ডে গিয়েও তিনি বসে থাকেনি।

হলান্ডে তিনি নিজ খরচে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন এবং ১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং পরবর্তীতে তিনি সর্বইরোপিয়ান আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

শুধু রাজনীতিতেই তিনি থেমে থাকেননি তিনি একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক। মানবতার ফেরিওয়ালা শামীম হক বাংলাদেশে গড়ে তোলেন প্রথম ধর্মনিরপেক্ষ এতিমখানা হল্যান্ড চাইল্ড হোম। যা তার ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত হয়। অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে তাদের সেবায় সব সময় নিজেকে নিয়োজিত দেখেছেন তিনি।

তিনি তার এক ব্যক্তিগত সাক্ষাৎকারে বলেন আমার শেষ ইচ্ছা ফরিদপুরের সাধারণ জনগণের সুখে দুঃখে পাশে থেকে তাদের সেবা করতে চাই এবং ফরিদপুর কে একটি মডেল ফরিদপুর তৈরি করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চান তিনি।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০১, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test