E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোয়ালমারীতে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়, প্রতিকার চান পরিবেশবাদীরা  

২০২৩ ফেব্রুয়ারি ০১ ১৮:৩২:১০
বোয়ালমারীতে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়, প্রতিকার চান পরিবেশবাদীরা  

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় নেয়ার মহোৎসব চলছে। স্থানীয় প্রশাসন জোরালো পদক্ষেপ না নেয়ায় পরিবেশবাদীরা ক্ষোভ প্রকাশ করেছেন। বোয়ালমারী পৌরসভার শিবপুর গ্রামে জেলা পরিষদের পুকুরের পূর্ব পাশের হাসেম শেখের ফসলি ক্ষেতের মাটি গত ১৫/২০ দিন ধরে যাচ্ছে ইটভাটায়। নামমাত্র টাকার বিনিময়ে তিনি এ সব মাটি বিক্রি করছেন।

সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হাসেম শেখের ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে করেই মাটি কাটার ফলে পুকুরের সৃষ্টি হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি টানার ট্রলির চাকায় নষ্ট হচ্ছে চলাচলের সড়ক। তাছাড়া পুকুরের পাড়াগুলো অত্যন্ত সংকীর্ণ করে তৈরি করায় এলাকাবাসীর আশংকা আগামী বর্ষায় পাড় ভেঙে মানুষের পায়ে চলার রাস্তা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে যাবে।

এদিকে, উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের রাজাপুর উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে জাহিদ সিকদারের ফসলি জমি থেকে গত ১৫ দিনেরও অধিক সময় ধরে মাটি কাটা হচ্ছে। কর্তনকৃত মাটি বিক্রি করা হচ্ছে ইটভাটায়।

বেপরোয়াভাবে চলাচলকারী মাটি টানার ট্রাকের চাপে রাস্তাঘাটের অবস্থা বেহাল। নাম প্রকাশে অনিচ্ছুক রাজাপুর উচ্চ বিদ্যালয়ের জনৈক শিক্ষক সোমবার রাতে মোবাইলে বলেন, ফসলি জমি থেকে গত ১৫ দিনেরও বেশি সময় ধরে মাটি কাটা হচ্ছে। মাটি টানা ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে রাস্তার অবস্থা নাজুক হয়ে পড়ছে।

ময়না ইউনিয়নের খরসূতি গ্রামের খরসূতি মাদ্রাসার উত্তর পাশে বাগান শেখের ফসলি জমিতে পুকুর কেটে মাটি বিক্রি করা হচ্ছে ইটভাটায়। এছাড়া উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম, সাতৈর ইউনিয়নের ভোচনের মাঠ, রূপাপাত ইউনিয়নের সূর্যোগের মাঠ, শেখর ইউনিয়নের বড়গাঁ বিলের ভেতরের ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ইটভাটাগুলোতে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নেরই এক বা একাধিক স্থানের ফসলি জমিতে ভেকু দিয়ে অর্থের বিনিময়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন মাটিখেকোরা। প্রশাসনের কঠোর হস্তক্ষেপের অভাবে বেপরোয়া হয়ে উঠেছেন উপজেলার মাটিখেকোরা।

উপজেলার বিশিষ্ট গণমাধ্যমকর্মী ভোরের কাগজের প্রতিনিধি কামরুল সিকদার বলেন, ফরিদপুরের বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার (পিএএ) মহেদয় দায়িত্ব গ্রহণের পর গত বছরের ১২ ডিসেম্বর উপজেলা পরিষদের হলরুমে প্রশাসন ও পরিষদের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে ইউএনও মোশারেফ হোসাইনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে ডিসি মহোদয় বলেছিলেন, কারো এক টুকরো জমিও যেন পতিত পড়ে না থাকে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীও বিভিন্ন সময় তার বক্তব্যে জমি পতিত ফেলে না রাখতে বলেন। কিন্তু জমির মালিকেরা টাকার লোভে মাটি বিক্রি করে দিচ্ছেন। আর মাটিখেকোরা ফসলি জমির মাটি কিনে ভাটায় বিক্রি করছেন। এ অবস্থা কোনভাবেই কাম্য নয়।

এ ব্যাপারে বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি বলেন, বেআইনি কাজ বন্ধের দায়িত্ব প্রশাসনের। তিনি এই প্রতিনিধিকে প্রশ্ন রেখে বলেন, বেড়ায় যদি গাছ খেয়ে ফেলে তবে সাধারণ মানুষ কোথায় যাবে?

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন বলেন, ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধে জনপ্রতিনিধিদেরও একটা ভূমিকা পালন করা উচিত।

উল্লেখ্য, এর আগে উপজেলার বিভিন্ন স্থানে কৃষি জমি কেটে পুকুর খনন করার অপরাধে ২০২২ সালের বিভিন্ন সময় বিভিন্ন স্থানে তৎকালীন ইউএনও মো. রেজাউল করিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছিলেন। ফসলি জমির মাটি কাটা বন্ধে তিনি কঠোর পদক্ষেপ নেন। আদালতে বালুবহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর বিভিন্ন ধারায় সে সময় তিনি বিভিন্ন জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। সেই সাথে অবৈধ কাজে ব্যবহৃত জব্দকৃত ট্রলি এবং ভেকু বিনষ্ট করেন। এসব ঘটনায় সংক্ষুব্ধ মাটিখেকোরা একটি পক্ষের ইন্ধনে ঐক্যবদ্ধ হয়ে ওই বছরের ৬ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে। ওই ঘটনার পর থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফসলি জমির মাটি কর্তন, বিক্রয়কারী এবং অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া থেকে বিরত থাকায় বেপরোয়া হয়ে উঠেছে মাটিখেকোরা। ভাটামালিকেরাও এ সুযোগকে কাজে লাগিয়ে একেকটা ইটভাটায় মজুদ বাড়িয়ে মাটির পাহাড় গড়ে তুলেছে।

(কেএফ/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০১৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test