E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অস্ত্রের মুখে যুবককে তুলে নিয়ে দুই পায়ে গুলি, সন্ত্রাসীরা আটক

২০২৩ ফেব্রুয়ারি ০১ ১৯:৪৮:৩৬
অস্ত্রের মুখে যুবককে তুলে নিয়ে দুই পায়ে গুলি, সন্ত্রাসীরা আটক

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর শহরের সদরপুর উপজেলার কৃষ্ণপুরে হাবিব ফকির (৩৫) নামে এক ব্যক্তির দুই পায়ে গুলি করে ও কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে ফরিদপুর শহরতলীর লালের মোড় এলাকায় অবস্থিত ফরিদপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের পাশে একটি মেহগনি বাগানে এ ঘটনা ঘটে।

পরে আহতাবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করেছে ফরিদপুরের কোতোয়ালি থানার পুলিশ।

আহত হাবিব ফকির জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের গোলাপ ফকিরের ছেলে।

তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কৃষ্ণপুর ইউনিয়নের স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান ওরফে তিতাসের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকিরের বিরোধ চলে আসছিল।

এই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে প্রতিনিয়ত সংঘর্ষের ঘটনা ঘটে যাচ্ছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, আহত হাবিব ফকির কৃষ্ণপুরের সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল ফকিরের সমর্থক। একটি মামলায় হাজিরা দিতে তিনি মঙ্গলবার সকালে আদালতে এসেছিলেন। হাজিরা দিয়ে একটি ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। ইজিবাইকটি ফরিদপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে পৌঁছালে কৃষ্ণপুর ইউপির বর্তমান চেয়ারম্যান আকতারুজ্জামানের সমর্থক অস্ত্রধারী কয়েকজন ইজিবাইকের গতিরোধ করে হাবিবকে নামিয়ে সড়কের পাশের একটি মেহগনি বাগানে নিয়ে যায়। পরে সেখানে তার দুই পায়ে গুলি করে। এছাড়া পায়ে কুপিয়ে জখম করে এবং শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে আহত করে।

উক্ত ঘটনার আসামি আখতারুজ্জামান তিতাসের সমর্থক সোহেল ফকির, খসর, শাহীন, তুষার কে অস্ত্রসহ গ্রেপ্তার করেন ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ।

বুধবার (১ ফেব্রুয়ারি) ফরিদপুর জেলা পুলিশ কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ বিন কালাম অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস্, সুমন রঞ্জন সরকার, এম এ জলিল অফিসার ইনচার্জ কোতয়ালী থানা ও ফরিদপুর জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

(ডিসি/এএস/ফেব্রুয়ারি ০১, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test