E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথায় বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে নবীনবরণ

২০২৩ ফেব্রুয়ারি ০১ ২০:০৪:৪৫
সালথায় বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে নবীনবরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১ ফেব্রুয়ারি) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।

নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে।

বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমকালের উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও চিত্র নির্মাতা নাদিম ইকবাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের নির্বাহী কমিটির সদস্য মো. মজিবুল হক, ও দাতা সদস্য আবু রাহাত খান সিরাজ, সদস্য আ. মালেক মোল্লা, জীবন কুমার দাস, মো: শহিদুল ইসলাম, শাহানাজ পারভীন, বিভাগদী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহিনুর রহমান, বিভাগদী আব্বাসিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহফুজুর রহমান, সাবেক সভাপতি আব্দুল আলীম মোল্লা, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস, বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথি হিসেবে আবু সাঈদ খান বলেন, আমাদের সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় জীবনকে গড়ে তুলতে হবে। এই প্রতিষ্ঠান থেকে যদি কোন শিক্ষার্থী সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করে তাহলে আমার স্বপ্ন পূর্ণ হবে। এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে।

আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবীন বরণ অনুষ্ঠান শেষে সকল অতিথি, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থী মিলে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি দেশবরেণ্য সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, লেখক, দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক, শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের ৭২ তম জন্মদিন কেক কাটা হয়।

(এএনএইচ/এএস/ফেব্রুয়ারি ০১, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test