E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মধুমতি নদীর ভাঙনের কবল থেকে নওপাড়া বাজারকে রক্ষার দাবিতে মানববন্ধন

২০২৩ ফেব্রুয়ারি ০২ ১৫:৫২:৫০
মধুমতি নদীর ভাঙনের কবল থেকে নওপাড়া বাজারকে রক্ষার দাবিতে মানববন্ধন

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : আজ বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের প্রায় ৪ শত বছরের পুরাতন ঐতিহ্যবাহি নওপাড়া বাজারকে মধুমতি নদীর ভাঙনের কবল থেকে রক্ষার দাবিতে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী বাজার ঘেষা নদীর ভাঙন কবলিত এলাকায় নদীরধারে সহস্রাধিক ব্যবসায়ী ও ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

নওপাড়া বাজার বনিক সমিতির বিশিষ্ঠ পৃষ্ঠপোষক ও নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাজার বণিক সমিতির সভাপতি মিহির কুমার সাহা, সাাধারন সম্পাদক আবু বক্কার সিদ্দিক, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু সুলতান, নওপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আফরেজ, ইউপি সদস্য মঞ্জুর রহমান, আ: বাকি, আতিয়ার রহমান প্রমুখ।

মানবন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন নওপাড়া বাজারকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের সাতৈর রেগুল্টের সিষ্টেম প্রকল্পের কাজ গত বছর এবং বর্তমান অর্থ বছরে নওপাড়া বাজার এলাকা থাকলেও অজ্ঞাত কারনে নওপাড়া বাজারের কাজ না হয়ে কমগুরুত্বপূর্ন এলাকায় কাজ হয়। অথচ ৪শত বছরের পরাতন বাজারকে রক্ষায় কোন কাজ হয়নি। বাজার উন্নয়নে ইউনিয়ন পরিষদে ৭০% অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও ইউনিয়নের মাধ্যমে কোন কাজ হয়নি বাজার উন্নয়নের জন্য।
উল্লেখ্য বাজার সংলগ্ন ও নদীর কুল ঘেষা সরকারি প্রাথমিক বিদ্যায়টিও রয়েছে ভাঙ্গনের ঝুকিতে।

(এম/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০১৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test