E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আদমদীঘিতে প্রতিবেশীর হাতে নির্যাতিত একটি অসহায় পরিবার, থানায় অভিযোগ

২০২৩ ফেব্রুয়ারি ০২ ১৮:১৭:০৩
আদমদীঘিতে প্রতিবেশীর হাতে নির্যাতিত একটি অসহায় পরিবার, থানায় অভিযোগ

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীর দ্বারা নির্যাতিত হয়েছেন একটি অসহায় পরিবার। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সান্তাহার ইউনিয়নের উৎরাইল গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য রফিকুল ইসলাম বাদী হয়ে পিন্টুসহ ৩ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার ইউনিয়নের উৎরাইল গ্রামের পিন্টুর পরিবারের সাথে একই গ্রামের রফিকুল ইসলামের কিছুদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির সামনে জমি থেকে মাটি কাটছিলেন রফিকুল ইসলাম। হঠাৎ পূর্ব শত্রুতার জেরে পিন্টুর পরিবারের সদস্যরা তাকে গালিগালাজ করে। একপর্যায়ে রফিকুল ইসলাম তাদের গালিগালাজ করতে নিষেধ করলে এলোপাথারী ভাবে তাকে মারপিট করে আহত করেন।

এসময় রফিকুল ইসলামের চিৎকারে তার মেয়ে এগিয়ে আসলে তাকেও মারপিটসহ পড়নের কাপড় টানা হেচরা করে শ্রীলতাহানী ঘটায়। এতেকরে বাবা ও মেয়ে দুইজনে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাদের বাড়িতে এসে ভাংচুর করে এবং তালা দিয়ে চলে যান পিন্টুর পরিবার। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী রফিকুল ইসলাম বাদী হয়ে পিন্টুসহ ৩ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০১৩)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test