E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ওসমানীতে বিমান চলাচল স্বাভাবিক

২০২৩ ফেব্রুয়ারি ০৩ ১৮:১৩:৫৯
ওসমানীতে বিমান চলাচল স্বাভাবিক

সিলেট প্রতিনিধি : সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ উড্ডয়নের সময় চাকা ফেটে গিয়ে রানওয়েতে আটকাপড়ার তিন ঘণ্টা পর বিমান চলাচল শুরু হয়েছে ।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ আটকেপড়া যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয়।

এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৩টা ৪২ মিনিটে রানওয়ে থেকে আটকাপড়া উড়োজাহাজটি সরিয়ে নেওয়া হয়েছে। এরপর বিকেল সোয়া ৪টায় বিমানের একটি উড়োজাহাজ আটকেপড়া ১৪৮ যাত্রী নিয়ে সিলেট ছেড়ে গেছে। বর্তমানে বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা স্বাভাবিক আছে।

এরআগে দুপুর সোয়া ১টার দিকে বিজি ৬০২ নম্বর ফ্লাইটটি ১৪৮ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগ মুহূর্তে একটি চাকা ফেটে যায়। এরপর থেকে ওসমানী বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test