E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে নবযোগদানকৃত শিক্ষকদের সংবর্ধনা

২০২৩ ফেব্রুয়ারি ০৬ ১৪:১৯:৪৭
সুবর্ণচরে নবযোগদানকৃত শিক্ষকদের সংবর্ধনা

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে নবযোগদানকৃত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষিকাদের সংবর্ধনা দেয়া  হয়েছে।

সোমবার ৬ ফেব্রুয়ারি বেলা ১২ টায় সৈকত সরকারি কলেজ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে প্রাথমিক শিক্ষক সমিতি।

প্রাথমিক শিক্ষক সমিতি সুবর্ণচর শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ, প্রচার সম্পাদক ছানা উলাহর সঞ্চালনায় ও প্রাথমিক শিক্ষক সমিতি সুবর্ণচর শাখার সভাপতি নুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোনায়েম খাঁন, বিশেষ অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা ভাইস ফরহাদ হোসেন চৌধুরী বাহার, চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আলী আক্কাছ, প্রাথমিক শিক্ষক সমিতি সুবর্ণচর শাখার সাবেক সভাপতি মোঃ ইব্রাহিম সেলিম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সুবর্ণচর শাখার সভাপতি শাখাওয়াত উল্যাহ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সুবর্ণচর শাখার সাধারন সম্পাদক মোঃ নাসিম ফারুকী, প্রাথমিক শিক্ষক সমিতি'রসহ-সভাপতি লোকমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহ নবযোগদানকৃত শিক্ষক, শিক্ষিকা ও এলাকার নেতৃস্থানীয়গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন শিক্ষক মাওলানা আব্দুল মালেক। নবযোগদানকৃত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, ফখরুল ইসলাম ও নুর জাহান।

বক্তারা বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমান সরকার ধাপে ধাপে ১ লক্ষের অধিক প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণ করেছেন, লক্ষ লক্ষ শিক্ষক সরকারি চাকুরি পেয়েছে, পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু ট্যানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, সারাদেশে মডেল মসজিদ, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, বড় সড়ক মহাসড়কসহ দেশের উন্নয়নে বাংলাদেশ আজ রোল মডেল। বিনামূল্য বই, বৃত্তি, পোশাকসহ শিক্ষা খাতে ব্যাপক বিপ্লব ঘটিয়েছেন। দেশের প্রতিটি স্তরে আজ উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রাথমিক শিক্ষকরাই হলেন জাতি গড়ার মেরুদণ্ড, কলি থেকে ফুল ফোটায় প্রাথমিক শিক্ষকগণ, সুশিক্ষার প্রথম হাতে খড়ি হয় প্রাথমিক শিক্ষকদের মাধ্যমে। উন্নত জাতি গঠনে প্রাথমিক শিক্ষকদের অবদান অপরিসীম।

পরে অতিথিরা নতুন যোগদানকৃত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন। এবং আগামিতে উন্নত জাতি গঠনে প্রাথমিক শিক্ষকদের সৎ এবং নিষ্ঠার সহিত কাজ করার আহবান জানান।

(আইইউএস/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test