E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র দিলেন আওয়ামীলীগ নেতা কাজী মোর্শেদ কামাল

২০২৩ ফেব্রুয়ারি ০৮ ১৩:৫৬:৪৮
নবীনগরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র দিলেন আওয়ামীলীগ নেতা কাজী মোর্শেদ কামাল

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, নবীনগরের সন্তান  এডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল প্রতি বছরের ন্যায় এবছরও নবীনগরের দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা ডিগ্রী কলেজের মিলনায়তনে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি  শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার মেয়র, জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট শিব শংকর দাস, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নোয়াফ সভাপতি সফিকুল ইসলাম শফিক, আওয়ামীলীগ নেতা মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম রিপন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলসহ স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শীতবস্ত্র বিতরণকালে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল বলেন, 'বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এখন এগিয়ে যাচ্ছে। তাই চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগকে আগামিতে আবারও ক্ষমতায় আনতে হবে। সেজন্য এখন থেকেই ভোটারদের ঘরে ঘরে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে গিয়ে সরকারের উন্নয়ন কাজগুলো ভোটারদের কাছে সবিস্তারে তুলে ধরতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গত প্রায় দেড় দশকে উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের বর্তমান শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে শেখ হাসিনার নানা কর্মযজ্ঞ বিশ্বব্যাপী আজ উন্নয়নের এক ‘রোল মডেল’ হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে বর্তমানে দেশে হাজার হাজার কোটি টাকা ব্যায়ে নির্মিত অসংখ্য মেঘা প্রকল্প আজ বাস্তবায়িত হচ্ছে। যারমধ্যে দেশবাসির স্বপ্নের পদ্মা সেতু ও মেট্রোরেল ইতিমধ্যেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। ফলে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়নসহ দেশের সামগ্রিক অর্থনীতিতে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ এক অবদান রাখছে। এছাড়া চট্টগ্রামে কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ ও সর্বশেষ ৫৩ হাজার কোটি টাকা ব্যায় রাজধানীতে পাতাল রেল নির্মাণের প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশের সার্বিক যোগাযোগ ব্যবস্থায় সারাবিশ্বে অনন্য এক নজির সৃষ্টি করবে।

পরে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি নবীনগরের স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে নবীনগরের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে খোলামেলা এক মত বিনিময় সভা করেন।

(জিডিএ/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test