E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

২০২৩ ফেব্রুয়ারি ০৮ ২০:০৪:০০
বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলা উপজেলায় একটি মিষ্টির দোকান ও একটি রড-সিমেন্টের দোকানে অভিযান চালিয়েছে বিএসটিআই। অভিযানকালে বিএসটিআই’র অনুমোদন এবং ওজন মানদণ্ড সঠিক না থাকায় দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই আলম সিদ্দিকী জানান, উপজেলা সদরের পাঁচরাস্তা মোড়ের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দইয়ের টালিতে ওজনে কম এবং বিএসটিআই’র অনমোদন না থাকায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া বান্দাঘাটা এলাকার আবিদ এন্টারপ্রাইজ নামে রড-সিমেন্টের দোকানে লাইসেন্স না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিএসটিআই’র জেলা ইন্সপেক্টর রনজিত কুমার মল্লিক এই অভিযান পরিচালনা করেন।

(এসএসএ/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test