E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিয়াকৈরে বসতবাড়িতে অবরুদ্ধ থাকার অভিযোগ

২০২৩ ফেব্রুয়ারি ০৮ ২০:২২:৩১
কালিয়াকৈরে বসতবাড়িতে অবরুদ্ধ থাকার অভিযোগ

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে একটি পরিবারের ৬ সদস্য গত দুই বছর যাবত নিজ বসতবাড়িতে অবরুদ্ধ রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কালিয়াকৈর উপজেলার মৌচাক গ্রামের হযরত আলীর ছেলে মো. মোফাজ্জল সপরিবারে ওই অভিযোগ করেছেন। বসতবাড়ি বিক্রি না করায় তারা অবরুদ্ধ থাকার শিকার বলে জানিয়েছেন অভিযোগকারীরা।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকালে গাজীপুর প্রেসক্লাবে মো. মোফাজ্জল হোসেনের ছেলে জাহিদ হাসান লিখিত বক্তব্যে জানান, তাদের প্রতিবেশী মো. শফিউদ্দিন, মো. আনোয়ার হোসন, মো. শরীফ বিভিন্ন মাধ্যমে তাদের বসতবাড়ি বিক্রির জন্য তাদেরকে প্রস্তাব দিয়ে আসছিল। তাদের প্রস্তাবে রাজী না হওয়ায় প্রতিবেশীরা তাদের বসতবাড়ির প্রবেশ পথে খুঁটি পুঁতে চলাচলে বাধা সৃষ্টি করে। বসতবাড়ির পয়:নিষ্কাশন ড্রেনটি মাটি দিয়ে ভরাট করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করে। এতে ওই পরিবার অস্বাস্থ্যকর পরিবেশে বাধ্য হয়ে বসবাস করছে।

ওই প্রতিবেশেীরা গত ৫ ফেব্রুয়ারী সোমবার সকালে তাদের বসতবাড়ির প্রবেশপথেল রাস্তা থেকে ইট বালি খোয়া তুলে নেয়। কারণ জানতে চাইলে ওই পরিবারের সদস্যদের ওপর প্রতিবেশীরা হামলা চালিয়ে উপর্যুপরি আঘাতে আহত করে। স্থানীয় মৌচাক ইউপি চেয়ারম্যানকে জানানো হলে তিনিও এ ব্যাপারে কোনো কার্যকর ভূমিকা নেয়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এসব ঘটনার স্থিরচিত্র প্রদর্শন করে পরিবারের সদস্যরা অভিযোগগুলো করেন। এসময় মো. মোফাজ্জল হোসেন, স্ত্রী জাহানারা, ছেলে জাহিদ হাসান, কন্যা মেহেরুন্নেছা, মা জহুরা খাতুন উপস্থিত ছিলেন।

মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন বলেন, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে ইউনিয়ন পরিষদ থেকে কোটেশনের মাধ্যমে মোফাজ্জল হোসেনের বাড়ির রাস্তা নির্মাণ করে দেওয়া হয়েছিল। কিন্তু কোনো পক্ষই শান্তিপূর্ণ অবস্থানে না থাকায় রাস্তার ইট, খোয়া, বালি তিনি নিজেই তুলে নিয়েছেন বলে জানান। তবে স্থিরচিত্রে অভিযুক্তদের ইট, খোয়া, বালি উঠিয়ে নিতে দেখা গেছে।

(এসআর/ফেব্রুয়ারি ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test