E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরার শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সাবেক সভাপতির হাতে তিন শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় থানায় এজাহার

২০২৩ ফেব্রুয়ারি ০৮ ২০:৩৬:২৫
সাতক্ষীরার শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সাবেক সভাপতির হাতে তিন শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় থানায় এজাহার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের সাতানী শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের দু’ সহকারি অধ্যাপককে পিটিয়ে জখম ও তিন শিক্ষককে লাঞ্ছিত হওয়ার ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। এজাহারে সদর উপজেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি গোলাম মোর্শেদ, আওয়ামী লীগ নেতা মহসিন কবীর জোনাকী, মোর্শেদের দুই ছেলে সাইফ, রাকিম ও সাতানী গ্রামের বকুলের নাম উলে­খসহ ২৪/২৫ জন অজ্ঞাত ব্যক্তির নাম উলে­খ করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৫ সালে কলেজ অধ্যক্ষ ফজলুর রহমান মোশা দুই কোটি টাকা বাণিজ্যের মাধ্যমে তিনটি শূন্যপদ ও নয়টি সৃষ্ট পদে নিয়োগ দেন। এ নিয়োগ বাণিজ্যে পাঁচজন প্রার্থীর কাছ থেকে ফজলুর রহমান মোশা ১৪ লাখ ৫০ হাজার ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোর্শেদ চেক এর মাধ্যমে ২০ লাখ টাকা নেন বলে অভিযোগ ওঠে। এ অবৈধ নিয়োগের বিরুদ্ধে গত বছরের ১৭ এপ্রিল সহকারি অধ্যাপক আব্দুর রহিম, তপন কুমার ঘোষ ,মনিরুজ্জামান,সাঈদুজ্জামানসহ শিক্ষক ও কর্মচারিরা জাতীয় বিশ্ববিদ্যালয়, দুদক, সাতক্ষীরা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন অধ্যক্ষ্যের বিরুদ্ধে। এ নিয়ে কলেজ ক্যাম্পাস উত্তপ্ত থাকাকালিন অবস্থায় গত বছরের ২১ জুন অধ্যক্ষ ফজলুর রহমান মোশা কলেজ থেকে বের হয়ে মেইন রোডে ওঠা মাত্রই অজ্ঞাত আততায়ির হাতে গুলিবিদ্ধ হন। মামলায় সহকারি অধ্যাপক মনিরুজ্জামান ও আব্দুর রহিমকে আসামী শ্রেণীভুক্ত করা হয়।

সূত্রটি আরো জানায়, নিয়োগ বাণিজ্য সংক্রান্ত তদন্তে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোর্শেদ এর বিরুদ্ধে ঘুষ ও দূর্ণীতির অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকে গত ৩০ জানুয়ারি বরখাস্ত করেন। গত ৬ জানুয়ারি মহামান্য হাইকোর্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরখাস্ত আদেশের উপর স্থগিতাদেশ দেন। এ সংক্রান্ত আইনজীবীর চিঠি নিয়ে মঙ্গলবার কলেজে গেলে অধ্যক্ষ দীপক কুমার মলি­কের কক্ষে ঢুকে সহকারি অধ্যাপক আব্দুর রহিম, সহকারি অধ্যাপক তপন কুমার ঘোষ ও সাইদুজ্জামান ফারুককে গোলাম মোর্শেদ ও জোনাকী তাদেরকে উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহার করেন ও হুমকি দেন। দুপুর দেড়টার দিকে আব্দুর রহিম ও সাঈদুজ্জামান ফারুক মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে মাকা মেম্বরের ‘স’ মিলের পাশে পৌঁছানো মাত্র গোলাম মোর্শেদের দুই ছেলে সাইফ ও রাকিমের নেতৃত্ব ২৫/৩০ জন তাদের মোটর সাইকেল থেকে নামিয়ে লোহার রড ও কাঠের চেলা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। তারা সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে বাধা দেয় মোর্শেদের লোকজন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সাতানী শহীদ স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপক কুমার মলি­ক জানান, বিষয়টি নিয়ে বুধবার জরুরী সভা শেষে সহকারি অধ্যাপক আব্দুর রহিমকে বাদি করে একটি মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মোঃ ফকরুল আলম খান জানান, সাতানী শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের দুই শিক্ষকককে মারপিট এর ঘটনায় গোলাম মোর্শেদ, মহসিন কবীর জোনাকী, মোর্শেদের দুই ছেলে সাইফ, রাকিম ও সাতানী গ্রামের বকুলের নাম উলে­খসহ ২৪/২৫ জন অজ্ঞাত ব্যক্তির নাম উলে­খ করে বুধবার রাত সাতটায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

(আরকে/ফেব্রুয়ারি ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ মার্চ ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test