E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নগই পিডির ওপর হামলাকারীদের শাস্তির দাবি

২০২৩ ফেব্রুয়ারি ০৯ ১৮:২৩:০৬
নগই পিডির ওপর হামলাকারীদের শাস্তির দাবি

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউট (নগই) অফিসের দরজা আটকিয়ে জামালপুরের ব্যাম্বু বান্ডেলিংয়ের প্রকল্প পরিচালক (পিডি) আব্দুল্লাহ আল ইমরানকে মারধরের ঘটনায় আদালতে চার্জশিট জমা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আবুল খায়ের শেখ। মামলার শুনানীর তারিখ আগামীকাল বৃহস্পতিবার ফরিদপুর আদালতে। এদিকে মামলার আসামিদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরে নদী গবেষণা ইন্সটিটিউটের বাম্বু বান্ডেলিংয়ের প্রকল্প পরিচালককের অফিস কক্ষে ঢুকে প্রকল্প পরিচালক ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরানকে কিলঘুষি মেরে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যান হাড়ুকান্দী মহল্লার মৃত মোশাররফ শেখের ছেলে মো: নিয়াজ শেখ এবং হোচেন মৃধার ছেলে কাজল মৃধা।

এ ঘটনায় ওই দিন ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয় এবং হামলার স্বীকার হওয়া নদী গবেষণা ইন্সটিটিউটের প্রকল্প পরিচালকের পক্ষ থেকে ফরিদপুরের পুলিশ সুপারসহ সরকারের উচ্চ মহল গুলোতে ঘটনার বিস্তারিত লিখে অভিযোগ জানানো হয়।

থানায় লিখিত অভিযোগে বলা হয়, বেলা পৌনে ১২টার দিকে তিনি অফিস কক্ষে দাপ্তরিক কাজ করছিলেন। এসময়ে হাড়কান্দি মহল্লার মোঃ নিয়াজ শেখ ও কাজল মৃধা নামে দুই যুবক তার কক্ষে ঢুকে দরজার ছিটকিনি আটকে তার কাছে জামানতের টাকা ফেরত চায় এবং বাম্বু বান্ডেলিংয়ের টেন্ডারের সময় তাকে কেনো অফিস কক্ষে পাওয়া যায়নি বলেই তাকে কিল-ঘুষি মারতে থাকে। এতে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় সহকর্মীরা এসে দরজা ধাক্কাধাক্কি করলে তারা ছিটকিনি খুলে দেয় এবং তাদের সামনেই আবারও মারতে থাকে। একপর্যায়ে তারা পালিয়ে যায়।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test