E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে পপি’র উদ্যোগে ৫০০ হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

২০২৩ ফেব্রুয়ারি ১৩ ১৭:০৫:৫৭
ভৈরবে পপি’র উদ্যোগে ৫০০ হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : বেসরকরি উন্নয়ন সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)’র উদ্যোগে ভৈরবে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় পপি’র আয়োজনে উপজেলার জামালপুর লিলুশাহ ফাউন্ডেশন মাঠে ৫০০ জনের হাতে এই কম্বল তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু।

সংস্থার নির্বাহী পরিচালক মো. মুর্শেদ আলম সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরবের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল বাসেত, ভৈরব সরকারি হাজী আসমত কলেজের সাবেক অধ্যাপিকা সাজেদা বাসেত, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পপি আজ মানুষের ভালবাসায় তার লক্ষ্যে পৌঁছেছে। মানুষের কল্যাণে পপি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। পপি যুব সমাজে বেকারত্ব দূর করতে বদ্ধ পরিকর। দিয়েছেন কর্মসংস্থান। উদ্যোগতাদের দিয়ে যাচ্ছেন আর্থিক সহায়তা।

সংস্থার নির্বাহী পরিচালক মো. মুর্শেদ আলম সরকার বলেন, প্রতিষ্ঠার পর থেকে পপি ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে। পপি ১৯৮৬ সালের ১৫ নভেম্বর ভৈরব উপজেলার জামালপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়। পপি বর্তমানে দেশের বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে শীতের কারণে ভৈরব উপজেলাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শীতার্ত দুস্থ অসহায় মানুষ বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে। তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তাছাড়া দেশের প্রাকৃতিক দুর্যোগসহ মানুষের যে কোন বিপদে পপি সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে।

এসময় প্রধান অতিথি আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু বলেন, সরকার সারা দেশের উন্নয়ন অব্যহত রেখেছেন। এ দেশের মানুষ আজ না খেয়ে জীবিকা নির্বাহ করে না। সরকার শিক্ষা ব্যবস্থার উপর বেশি জোর দিয়েছেন। গৃহহীনদের ঘর দিয়েছেন। পপি বরাবরই মানুষকে সহায়তা করে। পপি’র সকল উদ্যোগই প্রশংসনীয়।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test