E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা প্রদানের আশ্বাস

২০১৪ অক্টোবর ২১ ১০:০৬:৫৪
নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা প্রদানের আশ্বাস

নাটোর প্রতিনিধি : নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার সড়ক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরিদর্শনকালে তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ করে টাকা ও আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার আশ্বাস দেন। সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বড়াইগ্রামের রেজুর মোড়ে (রাজ্জাকের ও রাজাকারের মোড়ের মাঝামাঝি) দুর্ঘটনাস্থলে পৌঁছান মন্ত্রী।

রাত তিনটার দিকে বড়াইগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজ্জামান আশরাফ ও বড়াইগ্রাম উপজেলার ৫ নম্বর ধারাবাড়িষা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মতিন টেলিফোনে এসব তথ্য নিশ্চিত করেন। এএসপি মাহফুজ্জামান আশরাফ জানান, আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছান মন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি দুর্ঘটনায় নিহতদের প্রত্যেককে এক লাখ করে টাকা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়ার ঘোষণা দেন।

এছাড়া, তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসার প্রদানেরও কথা বলেন। গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামে গিয়েও তিনি একই কথা বলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, সোমবার রাত পৌনে ৮টার দিকে রাজধানী ঢাকা থেকে দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হন মন্ত্রী। এরপর রাত দেড়টার দিকে ঘটনাস্থল থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ঢাকা থেকে চাঁপাই নবাবগঞ্জগামী কেয়া পরিবহন এবং রাজশাহী থেকে সিরাজগঞ্জগামী অথৈ পরিবহনের বাস দু‘টির মুখোমুখি সংঘর্ষে ৩৫ জন নিহত হন। একই ঘটনায় আরও ৪০ জনের বেশি যাত্রী আহত হন।

(এমআর/এএস/অক্টোবর ২১, ২০১৪)


পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test