E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোয়ালমারীতে সন্ত্রাসী আক্রমণে কলেজ শিক্ষকসহ আহত ২

২০২৩ ফেব্রুয়ারি ১৭ ১৮:৪০:১৮
বোয়ালমারীতে সন্ত্রাসী আক্রমণে কলেজ শিক্ষকসহ আহত ২

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক কলেজ শিক্ষকসহ দুইজনকে কুপিয়ে মারাত্মক আহত করেছেন প্রতিপক্ষের লোকজন। আহতরা হলেন, কলেজ শিক্ষক শাহিনুল ইসলাম (৫৬) এবং ইব্রাহিম মোল্যা শাওন (৩৫)। আহত দুইজনই উপজেলার ময়না ইউনিয়নের বেলজানি গ্রামের বাসিন্দা। শাহিনুল ইসলাম পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার কাজী সালিমুল হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও বেলজানি গ্রামের রমজান মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লা শাওন।

জানা যায়, বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেলজানি গ্রামের ইউপি সদস্য মো. আলাউদ্দিন ও ব্যবসায়ী হাজী রেজাউল করিম রেজার সাথে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রামের কলেজ শিক্ষক শাহিনুল ইসলাম, আবুল কালাম আজাদ ও ফারুক হোসেনের গ্রাম্য দলাদলি নিয়ে দ্বন্দ্ব চলছিলো। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়না ইউনিয়নের খরসূতি গ্রামের ঈদগাহ সংলগ্ন একটি সেলুনে শাহিনুল ইসলাম, শাওন ও ফারুক হোসেনসহ কয়েকজন বসে কথা বলছিলেন। এ সময় ইউপি সদস্য আলাউদ্দিনের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহিনুল ইসলামের দুই হাত-পা এবং ইব্রাহিম মোল্যার পা কুপিয়ে জখম করে পালিয়ে যান। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ ব্যাপারে জরুরি বিভাগে কর্মরত সাবরিনা হক রুম্পা বলেন, দুইজনের পায়েই গুরুতর জখম আছে। পায়ে ফ্রাকচার (অস্থিভঙ্গ) আছে কি-না জানা এবং উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, অতর্কিত আক্রমণ করে মুহূর্তের মধ্যে হামলাকারীরা চলে যায় বলে জানতে পেরেছি। খবর পেয়ে ঘটনাস্থলে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের আটকে অভিযান চলছে। এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(কেএইচএফ/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test