E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মধুখালীতে দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণ ছিনতাই

২০২৩ ফেব্রুয়ারি ১৮ ১৩:৪৮:৫২
মধুখালীতে দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণ ছিনতাই

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : গতকাল শুক্রবার প্রকাশ্যে দিবালোকে সকাল আনুমানিক সাড়ে দশটার সময় ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী গড়াই সেতুর টোলঘর এলাকায় কুমিল্লা থেকে চুয়াডাঙ্গাতে পরিবহন যোগে স্বর্ণালংকার তৈরি কারখানায় স্বর্ণ নিয়ে যাওয়ার পথে প্রায় দেড়কোটি টাকা মূল্যের স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ছিনতাইয়ের শিকার স্বর্ণ ব্যবসায়ীর নাম রাসেল মিয়া। সে কুমিল্লা জেলার চান্দিনা থানার শহিদ মিয়ার ছেলে।

স্থানীয় কয়েকজন ছিনতাইকারী এ ঘটনা ঘটিয়ে (রাজবাড়ি ল-১১-২২৭৭) নং একটি মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায় বলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে তারা নাম বলতে রাজি হননি। মধুখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আইনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

ছিনতাইয়ের শিকার স্বর্ণ ব্যবসায়ী মো. রাসেল মিয়ার দাবি করে বলেন, আমি কুমিল্লা থেকে চুয়াডাঙ্গা আমাদের স্বর্ণালংকার তৈরির কারখানায় ২০টি স্বর্ণবার নিয়ে খান পরিবহন নামে একটি বাসে করে যাওয়ার পথে ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী এলাকায় গড়াই সেতুর টিকিট নেয়ার জন্য টোলঘরে বাসটি দাড়ালে একটি মোটরসাইকেল গাড়ির সামনে রেখে তিন/চারজনের ছিনতাইকারী একটি দল আমাকে পাশের একটি বাড়ির ভিতর নিয়ে আমার নিকট থাকা ২০টি স্বর্ণেরবার ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে ঘটনার স্থান বাড়ির মালিক জুয়েল খানের স্ত্রী মির্জা আয়েশা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সহকারি পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর ছিনতাইয়ের ঘটনা নিশ্চিত করে বলেন, স্বর্ণের পরিমান ও উৎস নিয়ে যাচাই করা হচ্ছে এবং বাকীটা আইনী প্রক্রিয়াধীন।

(এম/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test