E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজারহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২০২৩ ফেব্রুয়ারি ২১ ১৬:২৬:৫০
রাজারহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : আজ মঙ্গলবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসন আয়োজিত যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 

রাজারহাট উপজেলা পরিষদ শহীদ মিনারে রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, রাজারহাট থানা, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, জাতীয়পার্টি, রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, প্রেসক্লাব রাজারহাট, উপজেলা সাবরেজিষ্ট্রার, দলিল লেখক সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাইলট উচ্চ বিদ্যালয়, রাজারহাট ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আনসার ভিডিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

ফলে শহীদ মিনার ফুলে ফুলে ছেঁয়ে যায়। এরপর শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে শহীদ মিনার পাদদেশে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি ও উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম।

(পিএস/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test